Site Logo | মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

নবীগঞ্জে গ্যাস স্টেশনে বিস্ফোরণে ১১ যান ভস্মীভূত, আহত ৬

নবীগঞ্জে গ্যাস স্টেশনে বিস্ফোরণে ১১ যান ভস্মীভূত, আহত ৬

ছবি: সংগৃহীত

Advertisement

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের আউশকান্দি গ্যাস স্টেশনে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০টি সিএনজি, একটি বাসসহ স্টেশনটি পুড়ে গেছে। এ সময় ছয়জন গুরুতর আহত হয়েছেন। তাদের সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) নবীগঞ্জ উপজেলার আউশকান্দি গ্যাস স্টেশনে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন গ্যাস স্টেশনের সহকারী ম্যানেজারের দায়িত্বে থাকা শোয়েব আহমদ।

জানা যায়, আজ ভোর ৫টায় একটি বাস আউশকান্দি গ্যাস স্টেশনে আসে। বাসটি সকাল ৬টায় গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে এবং আগুন ধরে যায়।

Advertisement

এতে ওই স্টেশনে দূর-দূরান্ত থেকে গ্যাস নিতে আসা গাড়ির লোকজন ও স্থানীয়রা নিরাপত্তার জন্য দিক-বেদিক ছুটতে শুরু করেন। এ সময় বিভিন্ন গাড়ির চালকরা দৌড়ে রক্ষা পেলেও সিএনজি স্টেশনের কর্মী রাসেল (২৫) ও ম্যানেজার জয়নাল আবেদিন (৪০) গুরুতর আহত হন এবং চারজন সিএনজিচালিত অটোরিকশাচালক আহত হন। এখনও তাদের নাম-পরিচয় জানা যায়নি।
 
গ্যাস স্টেশনের সহকারী ম্যানেজার শোয়েব আহমদ বলেন, ‘আমরা তিনতলায় ঘুমিয়ে ছিলাম। হঠাৎ শুনি ‘আগুন আগুন’ বলে মানুষ চিৎকার দিচ্ছে। উঠে দেখি চারিদিকে আগুন। আমরা তিনজন তিনতলা থেকে ধানি জমির কাদার মধ্যে লাফ দিয়ে পড়ে প্রাণে রক্ষা পাই।’

তিনি আরও বলেন, ‘বাসের মধ্যে গ্যাস দিতে গিয়ে বিস্ফোরণ হয়েছে। আমাদের ছয়জন আহত হয়েছে। অন্তত ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে। পরে ফায়ার সার্ভিস লোকজন এসে আগুন চেষ্টা করে নিয়ন্ত্রণে আনেন।’

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ হাবিবুর রহমান বলেন, ‘আমরা খবর পেয়ে তাৎক্ষণিকভাবে চলে আসি আগুন নিয়ন্ত্রণ করি। আগুনে ১০ সিএনজি চালিত অটোরিকশা, একটি বাসসহ পুরো পাম্প পুড়ে গেছে। আহতদের তাৎক্ষনিকভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।’

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
×