Site Logo | মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

ইমিগ্রেশন ওসির ঘুষ বাণিজ্য নিয়ে প্রতিবেদন প্রকাশে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সাংবাদিক মহলে ক্ষোভ

ইমিগ্রেশন ওসির ঘুষ বাণিজ্য নিয়ে প্রতিবেদন প্রকাশে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সাংবাদিক মহলে ক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন ওসির ঘুষ বাণিজ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় মামলা হওয়া সাংবাদিক মো. ফজলে রাব্বি (বামে) ও সাদ্দাম হোসেন (ডানে)। ছবি- সংগৃহীত

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে ঘুষ বাণিজ্য ও অনিয়ম নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বিষয়টি স্থানীয় ও জাতীয় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।


মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে আখাউড়া থানায় চাঁদাবাজি ও মানহানির অভিযোগে মামলাটি দায়ের করেন ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুস সাত্তার। মামলায় দৈনিক যুগান্তরের ব্রাহ্মণবাড়িয়া স্টাফ রিপোর্টার ও আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি এবং আরটিভির আখাউড়া উপজেলা প্রতিনিধি ও আখাউড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে আসামি করা হয়েছে।

Advertisement


এর আগে ৪ আগস্ট আরটিভি অনলাইন এবং ৭ আগস্ট দৈনিক যুগান্তরে প্রকাশিত প্রতিবেদনে ওসির নেতৃত্বে ঘুষ বাণিজ্যের বিস্তারিত চিত্র উঠে আসে। প্রতিবেদনে উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম ও কনস্টেবল দেলোয়ার হোসেনের ঘুষ গ্রহণ, যাত্রী হয়রানি ও অবৈধ পারাপারের অভিযোগ উল্লেখ করা হয়।


প্রতিবেদনে বলা হয়, মেডিকেল ভিসায় ভারতে যাওয়া যাত্রীদের কাছ থেকে ৫ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত ঘুষ নেয়া হয়। টাকা না দিলে সীমান্ত পারাপার বন্ধ করে দেয়া হয়। অভিযোগ অনুযায়ী, প্রতিদিন গড়ে দেড় থেকে দুই লাখ টাকা ঘুষ আদায় করে একটি প্রভাবশালী চক্র। এছাড়া পাসপোর্টে ভুয়া সীল মারা, যাত্রীদের অবৈধভাবে বাংলাদেশে অবস্থানের সুযোগ দেয়া এবং চোরাচালানকারীদের সহযোগিতা করার প্রমাণও উঠে আসে।

Advertisement


এ বিষয়ে সাংবাদিক মো. ফজলে রাব্বি বলেন, আমরা প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছি। এটি স্পষ্টভাবে হয়রানিমূলক মামলা, যা সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা।

আরটিভির সাংবাদিক সাদ্দাম হোসেন বলেন, “মিথ্যা মামলা দিয়ে সত্য চাপা দেয়া যাবে না। সঠিক তদন্ত হলে দুর্নীতির চিত্র প্রকাশ পাবে।


আখাউড়া প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি ও সাংবাদিক কল্যাণ সোসাইটির নেতারা একযোগে নিন্দা জানিয়ে বলেন, এই মামলা সরাসরি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত। তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান, অন্যথায় বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন।


আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন বলেন, মামলাটি নথিভুক্ত করা হয়েছে। চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রকাশ করে মানহানির অভিযোগ আনা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
×