Site Logo | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

আগস্টে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবৃদ্ধি, এক মাসে আয় ২২২ কোটি ডলার

আগস্টে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবৃদ্ধি, এক মাসে আয় ২২২ কোটি ডলার

ছবি: সংগৃহীত

Advertisement

চলতি আগস্ট মাসের প্রথম ৩০ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২২২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা যায়, প্রতিদিন গড়ে ৭ কোটি ৪৩ লাখ ডলার রেমিট্যান্স এসেছে দেশে।

রোববার (৩১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি জানান, গত বছরের আগস্টে একই সময় রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ এ বছর প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১ দশমিক ৯০ শতাংশ।

Advertisement

তিনি আরও জানান, শুধু ২৮ থেকে ৩০ আগস্ট—এই তিন দিনেই দেশে এসেছে ১৪ কোটি ২০ লাখ ডলার। আর চলতি অর্থবছরের জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ৪৭০ কোটি ৭০  লাখ ডলার, যা গত বছরের তুলনায় ১৪ দশমিক ৮০ শতাংশ বেশি।

গত জুলাই মাসে এককভাবে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৪ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে  ২২ কোটি ৯২ লাখ ২০ হাজার ডলার। একই সময়ে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সর্বোচ্চ ১৬৮ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ডলার, আর বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে প্রায় ১ কোটি ১৩ লাখ ডলার।

প্রসঙ্গত, ২০২৪-২৫ অর্থবছর শেষে মোট রেমিট্যান্স আয় দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার। যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে রেকর্ড গড়েছে।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
×