Site Logo | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ

খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ

লাইনচ্যুত মালবাহী ট্রেন। ছবি : কালবেলা

Advertisement

চুয়াডাঙ্গার জীবননগরের উথলীতে মোংলা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনের গার্ডব্রেক বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উথলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

সরেজমিনে গিয়ে জানা যায়, মোংলা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ বাজার অভিমুখী মালবাহী একটি ট্রেন শুক্রবার বিকেলে উথলী রেলস্টেশনে প্রবেশ করে। ট্রেনটি ক্রসিং শেষে লুপ লাইন থেকে মেইন লাইনে প্রবেশ করার সময় গার্ডব্রেকের একটি বগির পেছনের ৪টি চাকা লাইনচ্যুত হয়। পরবর্তীতে লাইনচ্যুত গার্ডব্রেক বগিটি রেখে বাকি ওয়াগনগুলো নিয়ে ট্রেনটি সন্ধ্যা পৌনে ৬টার দিকে দর্শনা হল্ট স্টেশন অভিমুখে রওনা হয়েছে।

Advertisement

উথলী রেলস্টেশন মাস্টার মিন্টু কুমার রায় কালবেলাকে বলেন, ট্রেন লাইনচ্যুত হওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী উদ্ধার কাজ শুরু করা হবে। আপাতত খুলনার সঙ্গে সারা দেশের সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।


Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
×