Site Logo | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

বিয়ে নিয়ে লুকোচুরি খেললেন অপু বিশ্বাস

বিয়ে নিয়ে লুকোচুরি খেললেন অপু বিশ্বাস

অপু বিশ্বাস, ছবি: সংগৃহীত

Advertisement

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস আবারও আলোচনায়। আগের মতই এই আলোচনা অপু বিশ্বাসের কোন সিনেমা কিংবা অভিনয় নিয়ে নয়। সম্প্রতি ঢালিউডের এই অভিনেত্রী আলোচনায় এসেছেন ব্যক্তিজীবন নিয়ে। 

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানান, “আমি বিবাহিত, সেটা ফেসবুকে প্রমাণ করার কিছু নেই। সংসার করতে হলে ফেসবুক পোস্ট লাগে না। ” তবে কবে, কোথায়, এবং কাকে বিয়ে করেছেন – সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি তিনি।

দীর্ঘদিন নতুন কোনো সিনেমায় দেখা না গেলেও অপু বিশ্বাস নিজেকে ব্যস্ত রেখেছেন বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণা ও পারিবারিক ব্যবসা নিয়ে। তবে ব্যক্তিজীবনের নানা ইস্যু ঘিরে তাঁকে নিয়ে চলমান আলোচনা যেন থামছেই না।

Advertisement

অপু বিশ্বাসের দুই দশকের ক্যারিয়ারে শুরুর দিকে ছিল দারুণ সাফল্য

২০০৫ সালে আমজাদ হোসেনের 'কাল সকালে' দিয়ে বড় পর্দায় অভিষেকের পর ২০০৬ সালে মুক্তি পাওয়া 'কোটি টাকার কাবিন' তাঁকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা। শাকিব খানের সঙ্গে তাঁর জুটি ছিল ঢালিউডের অন্যতম সফল জুটি। প্রায় ৮০টির বেশি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। এই জুটির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'পাঙ্কু জামাই'।

সাম্প্রতিক সাক্ষাৎকারে তাঁর বিয়ের প্রসঙ্গে প্রশ্ন করা হলে গণমাধ্যমকে অপু বলেন, “যতটুকু প্রয়োজন মনে করেছি, জানিয়েছি। এর বাইরে আমি পারিবারিক বিষয়গুলো ব্যক্তিগতই রাখতে চাই। ” তিনি আরও বলেন, “শাহরুখ খান দর্শকদের যতটুকু প্রয়োজন মনে করেছেন, ততটুকুই জানিয়েছেন। আমিও তা–ই মনে করি। আমার সংসার নিয়ে সবকিছু প্রকাশ্যে আনার দরকার নেই। ”

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
×