Site Logo | মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষককে সাময়িক অব্যাহতি

যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষককে সাময়িক অব্যাহতি
Advertisement

খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর রুবেল আনছারকে সাময়িকভাবে সব একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এসএম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলা ডিসিপ্লিনের এক শিক্ষার্থী প্রফেসর রুবেল আনছারের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের সভাপতির কাছে দাখিল করেছেন।

অভিযোগটি ‘উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়ন নিরোধ নীতিমালা, ২০০৮’-এর আওতায় হওয়ায় ১২ আগস্ট কেন্দ্রের ১৬৫তম সভায় তা আমলে নেওয়া হয়। তদন্তের স্বার্থে ১৩ আগস্ট থেকে কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাকে দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

অভিযোগে বলা হয়েছে, ওই শিক্ষক ভুক্তভোগী শিক্ষার্থীকে ব্যক্তিগত প্রশ্ন, অশালীন প্রস্তাব, একান্ত সাক্ষাতের চাপ ও যৌন সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন।

গত ৭ আগস্ট শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের সভাপতির কাছে লিখিতভাবে অভিযোগ জমা দেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×