Site Logo | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

ডাকসু নির্বাচন: কে কীভাবে প্রচারণা শুরু করলেন

ডাকসু নির্বাচন: কে কীভাবে প্রচারণা শুরু করলেন

ছবি : সংগৃহীত

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্যানেলগুলো প্রচার কার্যক্রম সূচনা করেছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে ঢাবিতে এক আলোচনা সভায় প্রার্থীদের কাছে আচরণবিধি ব্যাখ্যা করেন নির্বাচন কমিশনার। সেখানে ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদ সমর্থিত প্যানেল এবং অন্যান্য স্বতন্ত্র প্যানেল ও প্রার্থীরা উপস্থিত ছিলেন।

বিকেল সাড়ে ৩টায় ছাত্রদল সমর্থিত প্যানেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে মহান একাত্তরের শহীদদের স্মৃতি ফলক ‘স্মৃতি চিরন্তনে’ শ্রদ্ধা জানিয়ে কার্যক্রম শুরু করবে।

Advertisement

এদিকে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে প্রচার কার্যক্রম সূচনা করে বাম সমর্থিত প্রতিরোধ পর্ষদ। এই প্যানেল থেকে ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি, জিএস প্রার্থী মেঘমল্লার বসু এবং এজিএস প্রার্থী মো. জাবির আহমেদ জুবেলের নেতৃত্বে প্যানেলটি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে নির্বাচনী প্রচার শুরু করেছে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’। সেখানে এই প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা, জিএস প্রার্থী আল সাদী ভূঁইয়াসহ প্যানেলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে দুপুর থেকে কার্যক্রম শুরু করেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থীজোট। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি এলাকায় তারা কার্যক্রম শুরু করেন।

এসব প্যানেলের বাইরেও স্বতন্ত্রভাবে অনেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় মুখ্য সংগঠক তাহমিদ আল মোদ্দাসসীর চৌধুরী কেন্দ্রীয় লাইব্রেরির সামনে প্রচারের কাজ করেছেন।

Advertisement

তবে এখনো গণতান্ত্রিক ছাত্রসংসদের প্রচার কার্যক্রম সম্পর্কে জানা যায়নি।

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×