Site Logo | মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

টেকনাফ সীমান্তে গুলির শব্দে উত্তেজনা, রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ

টেকনাফ সীমান্তে গুলির শব্দে উত্তেজনা, রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ

ছবি: সংগৃহীত

Advertisement

মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় টেকনাফ সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। শুক্রবার (২২ আগস্ট) রাত ১০টা থেকে শনিবার (২৩ আগস্ট) ভোর ৫টা পর্যন্ত টেকনাফের হোয়াইক্যং সীমান্তে গোলাগুলি চলতে থাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

সীমান্ত সূত্রে জানা গেছে, রাখাইন রাজ্যের আরাকান আর্মির অবস্থানে হামলা চালাচ্ছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী, যার ফলে রোহিঙ্গারা নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছেন।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, ৬২ জন রোহিঙ্গাকে প্রতিহত করা হয়েছে এবং সীমান্তে নজরদারি ও টহল বাড়ানো হয়েছে।

Advertisement

স্থানীয় ইউপি সদস্য সিরাজুল মোস্তফা চৌধুরী জানান, গোলাগুলির শব্দে স্থানীয় জেলেরা আতঙ্কিত হয়েছেন। হোয়াইক্যং ও চিংড়িঘের এলাকায় ব্যবসায়ীদেরও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

রাখাইন রাজ্যে চলমান সশস্ত্র সংঘর্ষ ও রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনায় বিজিবি ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এর আগে ১১ ও ১৭ আগস্টও সীমান্তে আরাকান আর্মি ও সহযোগীদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×