রাজনীতিকে রাজার নীতি থেকে গণমানুষের নীতিতে নিয়ে আসতে চাই: শেখ সাদী

খোকসা উপজেলা বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন
Advertisement
বৃষ্টি উপেক্ষা করে টানা ১৬ বছর পর প্রকাশ্যে খোকসা উপজেলা
বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার সকাল থেকে খন্ডে
খন্ডে মিছিল সহ নেতাকর্মীরা সম্মেলনের স্থান খোকসার ঐতিহ্যবাহী শিক্ষা
প্রতিষ্ঠান জানিপুর সরকারি মাধ্যমিক পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে
উপস্থিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা বিএনপি'র আহবায়ক মোঃ কুতুব উদ্দিন আহমেদ।
বেলা
১২ টার দিকে উপজেলা বিএনপি'র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খানের
সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার
কথা ছিল সাবেক সংসদ সদস্য ও বিএনপি'র চেয়ারপার্সন এর উপদেষ্টা সৈয়দ
মেহেদী আহমেদ রুমী কিন্তু অসুস্থতার কারণে তিনি অনুপস্থিত ছিল। অনুষ্ঠানে
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সহ
সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) বাবু জয়ন্ত কুমার কুন্ডু। এবং বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপি'র সদস্য সচিব ইঞ্জিনিয়ার
জাকির হোসেন সরকার, এশিউর গুরুপের চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা বিএনপি'র
যুগ্ন আহবায়ক শেখ সাদী, খোকসা উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি বীর
মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, খোকসা পৌর বিএনপি'র সভাপতি এ.জেড.জি রশিদ
রেজা বাজু, খোকসা পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক এস এম মোস্তফা শরীফ।
অনুষ্ঠানের
প্রধান বক্তা বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (খুলনা
বিভাগ) বাবু জয়ন্ত কুমার কুন্ডু বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে
হবে। কারণ বিএনপি'কে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে।
অনুষ্ঠানের
বিশেষ অতিথি এশিউর গুরুপের চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা বিএনপি'র যুগ্ন
আহবায়ক শেখ সাদী বলেন, নির্বাচন নিয়ে যতই তালবাহানা চলুক না কেন
বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না। প্রয়োজনে তারা আবার আন্দোলন সংগ্রাম
গড়ে তুলবে। কারন মানুষের ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য আন্দোলন
সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচার বিদায় করেছেন। বাংলাদেশের গণতান্ত্রিক
প্রতিষ্ঠার জন্য সকল বিএনপি'র নেতাকর্মীরা প্রস্তুত। সাধারণ জনগণের
উদ্দেশ্যে বলতে চাই আপনারা আমাদের সঙ্গে থাকুন কারণ রাজনীতিকে রাজার নীতি
থেকে গণমানুষের নীতিতে নিয়ে আসতে চাই আমরা।
সম্মেলনের
প্রথম অধিবেশনের আনুষ্ঠানিকতা শেষ হলে দ্বিতীয় অধিবেশনের কাউন্সিলে
কুষ্টিয়া জেলা বিএনপি'র দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার এ্যাডঃ আলহাজ্ব
আব্দুল মজিদ সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। আর সভাপতি হিসেবে
নির্বাচিত হয়েছে বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান ও সাধারণ সম্পাদক
আনিসুজ্জামান আনিচ।
সম্মেলনের মঞ্চে'ই সভাপতি ও সাধারণ সম্পাদক এর নাম ঘোষণা করাই আনন্দিত খোকসা ও উপজেলা বিএনপি'র নেতা কর্মীরা।
Advertisement