গাজীপুরে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত
Advertisement
গাজীপুরে মো. রবিউল হাসান নামে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) গাজীপুর সিটি কর্পোরেশন মোড় থেকে পুলিশের এন্টি টেররিজম ইউনিট রংপুর বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে।
পুলিশের এন্টি টেররিজম ইউনিটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
Advertisement
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকা থেকে রবিউল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি রবিউল লালমনিরহাট জেলার কালীগঞ্জের লতাবর গ্রামের মো. আইয়ুব আলীর ছেলে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর থেকে গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় আত্মগোপন করেন।
গ্রেপ্তার আসামিকে জিএমপি’র সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Advertisement