Site Logo | মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

কুষ্টিয়ায় মোটরসাইকেল রেস করতে গিয়ে প্রাণ গেলো দুই বন্ধুর

কুষ্টিয়ায় মোটরসাইকেল রেস করতে গিয়ে প্রাণ গেলো দুই বন্ধুর

ছবি: সংগৃহীত

Advertisement

কুষ্টিয়ার ভেড়ামারায় নিজেদে‌র মধ্যে মোটরসাইকেল রেস করতে গিয়ে পিকআপভ্যানের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার বারোমাইল এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। কু‌ষ্টিয়া‌ চৌড়হাস হাইও‌য়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) সৈয়দ আল মামুন এ তথ্য নি‌শ্চিত করেছেন।

নিহত যুবকেরা হলেন- জেলার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া সরদারপাড়া গ্রামের লিপলু হোসেনের ছেলে মাহিন হোসেন (২০) ও একই উপজেলার মথুরাপুর গ্রামের কুরবান আলীর ছেলে সিয়াম হোসেন (২১)।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভেড়ামারা লালন শাহ্ সেতু থেকে প্রায় ১০টি মোটরসাইকেল নিয়ে বন্ধুরা উচ্চগতিতে মহাসড়কে নিজেদের মধ্যে রেস করছিল। এ সময় একই সাথে থাকা দুই বন্ধু মা‌হিন ও সিয়ামের মোটরসাইকেল‌টি বারোমাইল এলাকায় একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা‌হিন মারা যান। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
×