র্যাবের অভিযানে গ্রেপ্তার: সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে আরেক আসামি আটক

আসামি রফিকুল ইসলাম আরমান। ছবি : সংগৃহীত
গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় সরাসরি জড়িত থাকার সন্দেহে আরেকজন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তারকৃত আসামি রফিকুল ইসলাম আরমান (২০), যিনি গাজীপুরের জয়দেবপুরের শাহপাড়া এলাকায় বসবাস করেন। তার পৈতৃক বাড়ি জামালপুর সদর উপজেলার মুছলিমাবাদ গ্রামে। সোমবার (১১ আগস্ট) রাত ১১টার দিকে র্যাব-১ এর একটি বিশেষ দল রাজধানীর বিমানবন্দর থানা এলাকা থেকে তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে আরমান সাংবাদিক তুহিন হত্যায় প্রত্যক্ষ ভূমিকা রাখার কথা স্বীকার করেছেন।
উল্লেখ্য, গত ৭ আগস্ট রাতে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার একটি মার্কেটের ভেতরে প্রকাশ্যে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার তুহিনকে (৩৮) নির্মমভাবে হত্যা করা হয়। হত্যাকারীরা তাকে কুপিয়ে ও গলা কেটে মারে এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
ঘটনার পর নিহতের ভাই মো. সেলিম বাদী হয়ে বাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ও র্যাব যৌথ অভিযান চালিয়ে এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে।