Site Logo | মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ চেয়ে ইসিতে আবেদন

জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ চেয়ে ইসিতে আবেদন

জাতীয় পার্টির লোগো। ছবি : সংগৃহীত

Advertisement

জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধে নির্বাচন কমিশনে একটি আনুষ্ঠানিক আবেদন জমা পড়েছে। দলটির বিরুদ্ধে সামরিক শাসনের উত্তরাধিকার বহন, দুর্নীতি, প্রশাসনিক অপব্যবহার এবং গণতন্ত্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর বংশালের বাসিন্দা হোসাইন মোহাম্মদ আনোয়ার প্রধান নির্বাচন কমিশনারের কাছে এ আবেদন দাখিল করেন। আবেদন জমা দেওয়ার পর তিনি নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

আবেদনে বলা হয়, জনগণের গণতান্ত্রিক অধিকার সংরক্ষণ, একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা নির্বাচন কমিশনের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। কিন্তু বাংলাদেশ জাতীয় পার্টি প্রতিষ্ঠালগ্ন থেকেই বারবার গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছে এবং নির্বাচনকে প্রহসনে পরিণত করার সঙ্গে জড়িত থেকেছে।

Advertisement

এতে আরও উল্লেখ করা হয়, দলটি সামরিক শাসনের উত্তরাধিকার বহন করছে এবং দীর্ঘদিন ধরে দুর্নীতি, প্রশাসনিক অপব্যবহার ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থেকে রাজনৈতিক পরিবেশকে কলুষিত করেছে।

আবেদনে দাবি করা হয়, গত ১৭ বছরের দুঃশাসনের কারণে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। পরে ছাত্র আন্দোলনের মুখে বর্তমান সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে। অথচ জাতীয় পার্টি বরাবরই আওয়ামী লীগকে সমর্থন দিয়ে এসেছে এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে বৈধতা দিয়েছে।

সবশেষে আবেদনে বলা হয়, দেশের রাজনৈতিক অঙ্গনকে সুষ্ঠু ও কলুষমুক্ত রাখতে এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ সুরক্ষায় জাতীয় পার্টিকে রাজনৈতিক কার্যক্রম ও নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিষিদ্ধ করা জরুরি। এজন্য সংবিধানের আলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়।


Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
×