প্রকৌশল শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় ওয়ার্কিং গ্রুপ গঠন

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বিএসসি ও ডিপ্লোমাধারী প্রকৌশল শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। এই ওয়ার্কিং গ্রুপের প্রধান থাকবেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে এ তথ্য জানান।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘যেসব সরকারি সংস্থা প্রকৌশলীদের নিয়োগ দেয়, সেসব সংস্থার প্রধানকে ওয়ার্কিং গ্রুপে অন্তর্ভুক্ত করা হয়েছে।’
এর আগে গতকাল বুধবার প্রকৌশলী শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খানকে সভাপতি করে ৮ সদস্যের একটি কমিটি গঠন করে সরকার। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ এই কমিটি প্রথম বৈঠক করেছে।
সভা শেষে কমিটির আরেক সদস্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারী ব্যক্তিদের এই সমস্যা নতুন নয়। বহুদিন আগের সমস্যা এটা।
এ সমস্যার সমাধান করতে গেলে সবার সঙ্গে বৈঠক করতে হবে, কথা বলতে হবে। এ কারণে ১৪ সদস্যের একটা ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে।
যেসব সংস্থা প্রকৌশলীদের নিয়োগ দেয়, তারা এ ওয়ার্কিং গ্রুপে থাকবে
উল্লেখ করে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, তাঁরা বিএসসি ডিগ্রিধারী ও
ডিপ্লোমাধারী ব্যক্তিদের কথা শুনবেন। এরপর তাঁদের মধ্যে যাঁরা
প্রণিধানযোগ্য, যাঁরা এসব বিষয়ে ওয়াকিবহাল, তাঁদের বক্তব্য শোনা হবে।
এখানে আইনগত কোনো বিষয় আছে কি না, সে বিষয়গুলো পর্যালোচনা করা হবে। এরপর কমিটি চূড়ান্ত প্রতিবেদন দেবে।
যারা আন্দোলন করছেন, তাদের জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানিয়ে সৈয়দা রিজওয়ান হাসান বলেন, আন্দোলনকারী ব্যক্তিরা তাঁদের বক্তব্য যেন লিখিত আকারে ওয়ার্কিং গ্রুপের প্রধান গণপূর্ত সচিবকে দেন। চাইলে তাঁরা কমিটির সঙ্গে আলোচনাও করতে পারেন। ওয়ার্কিং গ্রুপের সঙ্গেও বসতে পারেন।
এ সমস্যার রাতারাতি সমাধান হবে না। কমিটিকে এক মাস সময় দেওয়া হয়েছে। এর মধ্যে কমিটি সুপারিশ তুলে ধরবে।