Site Logo | মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

নতুন ডিবি প্রধান হলেন শফিকুল ইসলাম

নতুন ডিবি প্রধান হলেন শফিকুল ইসলাম

ডিবি প্রধান শফিকুল ইসলাম, ছবি: সংগৃহীত

Advertisement

পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)-র অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শফিকুল ইসলাম। বুধবার (২৭ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে তার পদায়ন করা হয়।

শফিকুল ইসলাম ১৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে ১৯৯৯ সালে তিনি পুলিশে যোগ দেন। কর্মজীবনের শুরুতে লক্ষ্মীপুরে এএসপি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এবং সারদা পুলিশ একাডেমিতে দায়িত্ব পালন করেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তিনি লাইবেরিয়া ও আইভরি কোস্টে দায়িত্ব পালন করেছেন। দেশে ফিরে বিভিন্ন সময়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ, হাইওয়ে পুলিশ ও নৌ পুলিশে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি হাইওয়ে পুলিশের ডিআইজি ছিলেন।

Advertisement

উল্লেখ্য, গত ১২ এপ্রিল ডিবির তৎকালীন প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়ার পর থেকে পদটি শূন্য ছিল।


Advertisement
Advertisement
Advertisement
Loading...
×