Site Logo | মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি শিক্ষার্থীদের

আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি শিক্ষার্থীদের

আন্দোলরত শিক্ষার্থীরা, ছবি: সংগৃহীত

Advertisement

অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করা কমিটি উপযুক্ত নয় দাবি করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ‎প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কমিটি পরিবর্তন করে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন তারা।

আজ বুধবার (২৭ আগস্ট) দুপুরে হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে সাংবাদিকদের এ কথা জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

এই সময় প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি মো. ওয়ালী উল্লাহ সাংবাদিকদের বলেন, সরকার যেই কমিটি করেছে সেই কমিটিতে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) প্রেসিডেন্টকেও রাখা হয়েছে।

Advertisement

‎এ সময় তিনটি দাবি ঘোষণা করেন ওয়ালী উল্লাহ। তিনি বলেন, ‘আমাদের প্রথম দাবি, সরকার যেই কমিটি করেছে এই কমিটি অনুপযুক্ত। এই কমিটি পরিবর্তন করে নতুন করে গুছাতে হবে। দ্বিতীয় দাবি, কেন আমার ভাইদের ওপর লাঠিচার্জ করা হবে। এখানে দায়িত্বরত পুলিশের ডিসি আমাদের কাছে মাফ চাইবেন। তৃতীয় দাবি, সংশ্লিষ্ট তিন উপদেষ্টা এখন পর্যন্ত এখানে আসেন নাই, অথচ আমাদের মেধাবী ভাইবোনেরা কষ্ট পাচ্ছে, তাদেরকে এখানে আসতে হবে।’ ‎

এই তিনটি দাবি তাৎক্ষণিক সমাধান না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে বলেও জানান ওয়ালী উল্লাহ। ‎

‎প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক মো. সাকিবুল হক লিপু বলেন, ‘পুলিশের হামলায় আমাদের প্রায় ৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি আছেন। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ আক্রমণ করেছে। যেসব পুলিশগুলো আমাদের ওপর আক্রমণ করেছে, সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়েছে, কুকুরের মতো লাঠিপেটা করেছে; আমরা চাই যাদের হুকুমে এসব করেছে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে এবং অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। নয়তো আমরা এখানে অবস্থান করব।’


Advertisement


Advertisement
Advertisement
Advertisement
Loading...
×