Site Logo | মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু আজ

আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু আজ

পুলিশের সামনে আবু সাঈদ, ছবি: সংগৃহীত

Advertisement

জুলাই আন্দোলনে রংপুরের আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

হচ্ছে আজ বুধবার (২৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে। তিন সদস্যের বিচারিক প্যানেলের নেতৃত্বে আছেন চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। আনুষ্ঠানিক বিচারের প্রথম দিন সাক্ষ্যগ্রহণ নেওয়ারও কথা রয়েছে। 

গত ৬ আগস্ট ট্রাইব্যুনাল ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এর মধ্যে ছয়জন বর্তমানে কারাগারে, আর সাবেক ভিসিসহ ২৬ জন পলাতক। পলাতকদের পক্ষে রাষ্ট্রীয় খরচে চারজন আইনজীবী নিয়োগ করা হয়েছে।

Advertisement

গ্রেফতার আসামিদের মধ্যে রয়েছেন,  এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। তাদের উপস্থিতিতেই আজ প্রসিকিউশন সূচনা বক্তব্য উপস্থাপন করবে।

এর আগে পলাতক ও গ্রেফতার আসামিদের পক্ষে একাধিক শুনানি হয়েছে। রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা পলাতক আসামিদের পক্ষে যুক্তি দেন, আর প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ অন্যান্য আইনজীবী।

৩০ জুন এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয় এবং ২৪ জুন তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত সংস্থা।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
×