Site Logo | মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

ইসিতে রুমিন ফারহানার অনুসারী-এনসিপির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি, আহত ৩

ইসিতে রুমিন ফারহানার অনুসারী-এনসিপির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি, আহত ৩

ছবি: ভিডিও থেকে নেওয়া

Advertisement

সংসদীয় এলাকার সীমানা নিয়ে দাবি-আপত্তির শুনানি করতে গিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে নির্বাচন কমিশনে (ইসি)। রবিবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের উপস্থিতিতে শুনানি শুরু হলে বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার অনুসারী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি শুরু হয়।

এ সময় এনসিপির তিন নেতা—প্রকৌশলী আমিনুল হক চৌধুরী, মুস্তফা সুমন ও আতাউল্লাহ আহত হওয়ার অভিযোগ ওঠে।

আহতদের একজন প্রকৌশলী আমিনুল হক চৌধুরী বলেন, ‘রুমিন ফারহানার লোকজন আমাদের ওপর হামলা করেছে। আমরা দাবি জানাতে ইসিতে এসেছিলাম, অথচ প্রধান নির্বাচন কমিশনারের সামনেই আমাদের মারধর করা হয়েছে। এভাবে হামলা হলে সুষ্ঠু ভোট হওয়া নিয়ে আমরা শঙ্কিত।’

Advertisement

ঘটনাটি ঘটে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসন নিয়ে শুনানির সময়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×