বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে ৫ চুক্তি ও সমঝোতা স্মারক সই

ছবি: সংগৃহীত
Advertisement
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। রবিবার (২৪ আগস্ট) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে বৈঠকে এসব দলিল সই হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
স্বাক্ষরিত চুক্তিগুলোর মধ্যে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসামুক্ত ভ্রমণ সংক্রান্ত একটি চুক্তি রয়েছে। এছাড়া বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময়সহ মোট চারটি সমঝোতা স্মারক সই হয়েছে।
Advertisement
Advertisement