Site Logo | মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

বিমানবন্দরে যাত্রীদের লাগেজ। ছবি : সংগৃহীত

Advertisement

দেশের সব বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি কমাতে এবং বিমান ও ট্র্যাভেল এজেন্সির মালিকদের সমন্বয় নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২১ আগস্ট) এ-সংক্রান্ত জারি করা এক প্রজ্ঞাপনে অবৈধ টিকিট সিন্ডিকেট ও অতিরিক্ত মূল্য আদায় রোধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ১১ ফেব্রুয়ারি জারি করা পরিপত্র অনুযায়ী টিকেটের গায়ে বিক্রয় মূল্য লেখাসহ যে নির্দেশনা দেওয়া হয়েছিল, তা পরিপালন না করার নজির দেখা যাচ্ছে। ফলে যাত্রী ভোগান্তি বেড়েছে।

Advertisement

নতুন নির্দেশনা অনুযায়ী, টিকিট সিন্ডিকেট রোধে সকল ট্র্যাভেল এজেন্সিকে এয়ার টিকিটের গায়ে ট্র্যাভেল এজেন্সির নাম, লাইসেন্স নম্বর ও টিকিটের বিক্রয়মূল্য স্পষ্টভাষায় লিখতে হবে। যাত্রীদেরও টিকেটের গায়ে ট্র্যাভেল এজেন্সির নাম, লাইসেন্স নম্বর ও বিক্রয়মূল্য লেখা আছে কি না দেখে টিকিট কিনতে হবে। অনিবন্ধিত এজেন্সির কাছ থেকে টিকিট কেনা যাবে না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, কোনো বিমান বা ট্র্যাভেল এজেন্সির সঙ্গে টিকিট সিন্ডিকেটের যোগসাজশের প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো এজেন্সি অতিরিক্ত মূল্য আদায় করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এসব পদক্ষেপে যাত্রীর কাছ থেকে টিকিট সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত মূল্য আদায় রোধ হবে বলে আশা প্রকাশ করেছে সংশ্লিষ্টরা।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
×