রাষ্ট্রদ্রোহের অভিযোগে হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট

শেখ হাসিনা। পুরোনো ছবি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ও অন্তর্বর্তী সরকারকে অপসারণের পরিকল্পনার অভিযোগে সিআইডি চার্জশিট পেশ করেছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বৃহস্পতিবার এই চার্জশিট জমা দেওয়া হয়, যেখানে সাইবার তদন্ত বিভাগের এক কর্মকর্তা নথিটি দাখিল করেন। আদালত চার্জশিট গ্রহণের পাশাপাশি আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন, যেখানে পরবর্তী শুনানির তারিখ ১১ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
মামলার পেছনের ঘটনায় বলা হয়েছে, গত বছরের ডিসেম্বরে একটি অনলাইন সভায় শেখ হাসিনা ও তার সহযোগীরা অংশগ্রহণ করেছিলেন, যেখানে তারা সরকারবিরোধী বক্তব্য রাখেন বলে অভিযোগ রয়েছে। এতে অন্তর্বর্তী সরকারের প্রধানকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানানো হয়, যা পরে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। তদন্তের পর মামলার তালিকায় আরও অনেককে যুক্ত করে চূড়ান্ত চার্জশিট আদালতে জমা দেওয়া হয়েছে।