Site Logo | মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

পলক-আনিসুল-সালমান এফ রহমান আরও একটি হত্যা মামলায় গ্রেপ্তার

পলক-আনিসুল-সালমান এফ রহমান আরও একটি হত্যা মামলায় গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

Advertisement

জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানার তিনটি হত্যা মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান, কামরুল ইসলাম, জুনাইদ আহেদ পলকসহ ছয়জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে পুলিশের আবেদনের পর তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

গ্রেফতার দেখানোর মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান, জুনাইদ আহেদ পলক ও সাবেক ওসি আবুল হাসানকে রাসেল মিয়া হত্যা মামলায়, কামরুল ইসলামকে মেহেদী হাসান প্রান্ত হত্যা মামলায় এবং সাবেক স্বরাষ্ট্র সচিব চৌধুরী জাহাঙ্গীর আলমকে ইমরান হাসান হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

Advertisement

মামলার সংক্ষিপ্ত বিবরণে বলা হয়েছে, ১৯ জুলাই কুতুবখালী এলাকায় রাসেল মিয়া আন্দোলনে অংশ নেওয়ার সময় গুলিবিদ্ধ হন এবং হাসপাতালে মারা যান। একই দিনে রায়েরবাগ বাসস্ট্যান্ডে মেহেদী হাসান প্রান্তও আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আন্দোলনের শেষ দিন ৫ আগস্ট ইমরান হাসানকে গুলি করে হত্যা করা হয়।

আদালত তাদের উপস্থিতিতে শুনানি শেষে পুলিশি আবেদন মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন জানান, আদালত গ্রেফতার দেখানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×