রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

সাগরপথে মালয়েশিয়া যাত্রাকালে ২১৪ জনকে আটক করেছে নৌবাহিনী

মোহাম্মদ ইউনুছ অভি কক্সবাজার প্রতিনিধি 

অবৈধভাবে মালয়েশিয়া যাত্রাকালে বঙ্গোপসাগর থেকে ২১৪ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

সাগরপথে মালয়েশিয়া যাত্রাকালে ২১৪ জনকে আটক করেছে নৌবাহিনী

মঙ্গলবার (৮ এপ্রিল) বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা দুর্জয়’ গভীর সমুদ্র থেকে ২১৪ জন রোহিঙ্গাসহ ‘এফভি কুলসুমা’ নামক একটি মাছ ধরার নৌকা আটক করে।

 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেন্টমার্টিন থেকে ৪৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে একটি মাছ ধরার নৌকার সন্দেহজনক গতিবিধি লক্ষ করে নৌবাহিনী জাহাজ ‘বানৌজা দুর্জয়’ তাৎক্ষণিকভাবে নৌবাহিনীর জাহাজ মাছ ধরার নৌকা ‘এফভি কুলসুমা’র কাছে পৌঁছায় এবং এর গতিপথ রোধ করে। এ সময় নৌকাটি তল্লাশি চালিয়ে ২১৪ জন যাত্রীকে আটক করা হয়। যাদের মধ্যে ১১৮ জন পুরুষ, ৬৮ জন নারী এবং ২৮ জন শিশু রয়েছে।

 

আটককৃত সকলে মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিক বলে জানা যায়। নৌকাটি (৮ এপ্রিল) মধ্যরাতে টেকনাফের শাপলাপুর এলাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে।

 

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত মাছ ধরার নৌকা ও মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন এর নিকট হস্তান্তর করা হয়।

পাঠক প্রিয়,

আপনিও আবাসননিউজ২৪.কম-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ [email protected]