শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

মোঃ তরিকুল ইসলাম, কলাপাড়া উপজেলা প্রতিনিধিঃ

কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে রাজেশ কুমার পাল (৪০) নামের এক পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১০ মে) সকালে সৈকতের জিরো পয়েন্ট এ স্বজনদের সঙ্গে গোসল করতে নামেন তিনি। এ সময় হঠাৎ করে প্রবল স্রোতের তোড়ে গভীর পানিতে তলিয়ে যান রাজেশ। সঙ্গে থাকা বোনজামাই কমল কুমার পাল চিৎকার করলে আশপাশের পর্যটক ও ট্যুরিস্ট পুলিশ ছুটে আসে। পরে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ রিয়াজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রাজেশ কুমার পাল রাজশাহী জেলার পুঠিয়া থানার নামাজ গ্রামের বাসিন্দা। তিনি শরৎ কুমার পালের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, তারা শুক্রবার রাতে রাজশাহী থেকে কুয়াকাটায় এসে আবাসিক হোটেল ‘সাগর নীড়’-এ উঠেন। সকালে সৈকতে গোসলের সময় দুর্ঘটনার শিকার হন রাজেশ।

ঘটনার বিষয়ে ট্যুরিস্ট পুলিশের কুয়াকাটা জোনের উপ-পুলিশ পরিদর্শক মোঃ সবুর মিয়া জানান, “জিরো পয়েন্টের পশ্চিম পাশে পর্যটকদের চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাজেশকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, “ট্যুরিস্ট পুলিশ নিহতের মরদেহ থানায় হস্তান্তর করেছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

পাঠক প্রিয়,

আপনিও আবাসননিউজ২৪.কম-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ [email protected]