শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

চট করে আইএমএফের শর্ত মেনে নিয়ে কিছুই করব না: ইতালিতে অর্থ উপদেষ্টা

আবাসন নিউজ ২৪ স্টাফ রিপোর্টারঃ

চট করে আইএমএফের শর্ত মেনে নিয়ে কিছুই করব না: ইতালিতে অর্থ উপদেষ্টা

চট করে আইএমএফের শর্ত মেনে নিয়ে কিছুই করব না: ইতালিতে অর্থ উপদেষ্টা

ইতালির মিলানে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৫৮তম বার্ষিক বৈঠকের প্রথম দিনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত ও বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

৪ মে রোববার শুরু হওয়া এই বৈঠকে অংশ নিয়ে এডিবির দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়ার ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াংয়ের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, “চট করে আমরা আইএমএফের শর্ত মেনে কিছু করব না। কারণ, আমরা তাদের অর্থ ছাড়াই ভালো করছি। বাজেট সহায়তা আমরা এখনো নেইনি।”

আইএমএফের ঋণের কিস্তি দেরি হওয়া এডিবির বাজেট সহায়তায় প্রভাব ফেলবে কি না—এই প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা জানান, “আইএমএফ বাজেট সহায়তার বিষয়ে সামষ্টিক অর্থনীতি নিয়ে জানতে চেয়েছে। আলোচনা চলছে, আশা করি সমাধান হবে। তারা বলেছে, অর্থনীতির অগ্রগতির বিষয়ে একটি চিঠি পেলে তারা আশ্বস্ত হতো। আমরা বলেছি, চিঠি দেওয়া হবে, তবে এখনই নয়।”

তিনি আরও জানান, বাজেট সহায়তা না পেলেও বাংলাদেশ বাস্তবসম্মত বাজেট দিতে পারবে। “আমাদের বিনিয়োগ সম্মেলন এডিবি প্রশংসা করেছে। ভাইস প্রেসিডেন্ট আমাদের অর্থনৈতিক অবস্থা জানতে চাইলে বলেছি, আগের চেয়ে ভালো অবস্থানে আছি। ব্যাংক খাতে বহু সংস্কার হয়েছে, আর বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে বেসরকারি খাতের সঙ্গে সম্মেলন হবে,” বলেন উপদেষ্টা।

এডিবি ও আইএমএফ নিয়ে আলোচনার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, “এডিবি আইএমএফের বিষয় জানতে চাইলে বলেছি, আলোচনা চলমান। আমরা আশাবাদী।”

অর্থনীতির স্থিতিশীলতা নিয়ে এডিবির সন্তুষ্টির বিষয়ে উপদেষ্টা বলেন, “এডিবি জানিয়েছে, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের অর্থনীতি ভালো করছে। আমাদের অর্জন তারা ইতিবাচকভাবে দেখছে এবং উন্নয়ন প্রকল্প, ব্যাংক খাত ও রাজস্ব বিভাগের সংস্কারে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।”

তবে বাজেট সহায়তার প্রয়োজনীয়তা বেশি উল্লেখ করে তিনি বলেন, “আমরা নমনীয় শর্তে বাজেট সহায়তা চেয়েছি। তারা বলেছে, বাজেট সহায়তার তহবিল সীমিত, তবে তারা বিষয়টি বিবেচনা করবে।”

আপনি কি এই খবরটি একটি সংক্ষিপ্ত সংস্করণে চাইছেন?

পাঠক প্রিয়,

আপনিও আবাসননিউজ২৪.কম-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ [email protected]