রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আতাইকুলায় যুবলীগ নেতা নদী খেকো লিটন গ্রেফতার

মোঃ নুরুন্নবী পাবনা জেলা প্রতিনিধিঃ

ছবিঃ সংগৃহীত, যুবলীগ নেতা লিটন

পাবনা আতাইকুলার নদী খেকো যুবলীগ নেতা লিটন শেখ কে গতরাতে গ্রেপ্তার করেছে আতাইকুলা থানা পুলিশ । লিটন আতাইকুলা থানার রঘুনাথপুর গ্রামের আওয়ামীলীগ নেতা আব্দুল হাই শেখের মেজো সন্তান।

জানাযায় স্বৈরাচারী আওশামীলীগের সময় মৎস্য সমিতির নামে, ক্ষমতার অপব্যবহার করে। আতাইকুলা থানা ও সাথিয়া উপজেলার বিভিন্ন জলাশয় জলমহল ছোট নদী জবর দখল করে ভোগ করতো।

আ,লীগের বিভিন্ন কেন্দ্রীয় নেতা এছাড়া সাবেক ডেপুটি স্পিকার টুকুর পরিচয়ে এলাকা দাপিয়ে বেড়ানো, বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দেশের অন্যতম ইছামতী নদী অবৈধ ভাবে দখলে নিয়ে সাবলিজ দিয়ে কেটি টাকা হাতিয়ে নিয়েছে। তার গ্রেপ্তারের খবরে মৎস্য আহরণ করে জিবিকা নির্বাহ করা জেলেরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তাদের দাবি জোরপূর্বক নদীতে মাছ আহরণ করা চাষিদের টাকা দিতে দেরি হলে থানায় মামলা দিয়ে হয় রানি করতো এই নদী খেকো লিটন শেখ ।

আওয়ামীলীগ যুবলীগ প্রজন্ম লীগ সহ বেশ কিছু পদবী দায়িত্ব পালন করার তথ্য রয়েছে, এলাকাবাসী তার কঠিন শাস্তি দাবি করছে।

এ বিষয় যোগাযোগ করা হলে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম হাবিবুল ইসলাম বলেন লিটন গ্রেফতার করা হয়েছে। তাকে কোর্টের মাধ্যমে জেলা হতে প্রেরণ করা হবে।

পাঠক প্রিয়,

আপনিও আবাসননিউজ২৪.কম-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ [email protected]