
মেহেন্দীগঞ্জের আর.সি. কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিবুল ইসলাম হাসিবসহ একদল ছাত্রনেতা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি রাজিব আহসানের সঙ্গে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগদান করেছেন।
২৩ মার্চ (রবিবার) মেহেন্দীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তারা এই যোগদান কার্যক্রম সম্পন্ন করেন।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোহেল, ছাত্রদল দক্ষিণের সাবেক সভাপতি জহির উদ্দিন তুহিন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার মাহমুদ, সহ সাধারণ সম্পাদক পিকে মেহেদী ও নজরুল ইসলাম সৌরভসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ছাত্রদলের রাজনৈতিক কার্যক্রমের প্রশংসা করে দলটির সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন।