Site Logo | মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

প্রেক্ষাগৃহে সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলীর পূজায় মাতলেন দর্শক

প্রেক্ষাগৃহে সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলীর পূজায় মাতলেন দর্শক

শুভশ্রী গাঙ্গুলী । ছবি : সংগৃহীত

Advertisement

শুধু বলিউড বা দক্ষিণী তারকারাই নন, ভক্তদের পূজার আসনে এবার বসানো হলো টালিউডের লেডি সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলীকে। মাধুরী দীক্ষিত, হেমা মালিনী কিংবা লতা মঙ্গেশকরের ছবি দিয়ে শ্রদ্ধা জানানোর ইতিহাস যেমন রয়েছে, তেমনি অমিতাভ বচ্চনের নামে কলকাতায় মন্দির বা রজনীকান্তের উপাসনালয়ও একসময় আলোচনায় ছিল। এবার সেই আবেগের ঝড় বইল শুভশ্রীর জন্য।

সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘ধূমকেতু’। আর সেই ছবিকে ঘিরেই পশ্চিমবঙ্গের বিনোদিনী থিয়েটারের সামনে দেখা গেল এক অন্যরকম দৃশ্য। শুভশ্রীর বিশাল পোস্টারে দুধ ঢেলে ভক্তরা করলেন পূজা, কোথাও আবার ফুলে ফুলে ঢেকে দেওয়া হলো ব্যানার। চারদিকে একটাই স্লোগান, “জয় মা শুভশ্রী!”

গত কয়েক বছরে ছকভাঙা সব চরিত্রে অভিনয় করে নিজের অভিনয় শক্তির স্বাক্ষর রেখেছেন শুভশ্রী। সামনে রয়েছে একের পর এক বড় প্রজেক্ট— সৃজিত মুখার্জির ‘লহ গৌরাঙ্গের নাম রে’ এবং ‘রায়বাঘিনী ভবশঙ্করী’র মতো পিরিয়ড ড্রামায় তাকে দেখা যাবে ভিন্ন ভিন্ন রূপে। ‘পরিণীতা’ থেকে শুরু করে নানা স্বাদের সিনেমা ও ওয়েব সিরিজে দর্শকদের হৃদয় জয় করেছেন তিনি।

Advertisement

কখনও ডিগ্ল্যাম লুকে, কখনও বৃদ্ধার চরিত্রে, প্রতিবারই নিজেকে ভেঙে নতুন করে গড়েছেন শুভশ্রী। আর তাই অনুরাগীদের চোখে তিনি শুধু অভিনেত্রী নন, হয়ে উঠেছেন এক দেবীসম প্রতীক।


Advertisement
Advertisement
Advertisement
Loading...
×