Site Logo | মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

মুক্তির দিনেই পাইরেসির শিকার রজনীকান্তের ‘কুলি’ সিনেমা

মুক্তির দিনেই পাইরেসির শিকার রজনীকান্তের ‘কুলি’ সিনেমা

রজনীকান্ত। ছবি : সংগৃহীত

Advertisement

দক্ষিণ ভারতের কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের বহুল প্রতীক্ষিত সিনেমা 'কুলি' মুক্তির প্রথম দিনেই পাইরেসির শিকার হয়েছে। ১৪ আগস্ট সকালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ছবিটির এইচডি কোয়ালিটি রিপ্রিন্ট বিভিন্ন অবৈধ ওয়েবসাইটে লিক হয়ে যায়। দুপুর নাগাদ টেলিগ্রাম, টরেন্ট সাইট এবং বিভিন্ন ফাইল শেয়ারিং প্ল্যাটফর্মে ছবিটি ছড়িয়ে পড়ে।

সূত্রে জানা গেছে, সিনেমা মুক্তির পরপরই 'কুলি ফ্রি ডাউনলোড' শব্দগুচ্ছ গুগল ট্রেন্ডে শীর্ষে উঠে আসে। তামিলরকার্স, টরেন্টজ, মুভিজদার মতো নিষিদ্ধ পাইরেসি সাইটগুলোতে ৪৮০পি থেকে ১০৮০পি পর্যন্ত বিভিন্ন রেজোলিউশনে ছবিটি পাওয়া যেতে শুরু করে। এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই লিঙ্কগুলো দ্রুত ছড়িয়ে পড়ে।

এই অবৈধ ফাঁকের কারণে ছবিটির প্রথম দিনের সংগ্রহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। সিনেমাটির প্রযোজক দল এবং রজনীকান্তের ভক্তরা সোশ্যাল মিডিয়ায় আবেদন জানাচ্ছেন: "সিনেমা হলে গিয়ে দেখুন, পাইরেসি সাপোর্ট করবেন না। এটি শিল্পীদের পরিশ্রমের প্রতি অবিচার।"

Advertisement

'কুলি' সিনেমাটি পরিচালনা করেছেন খ্যাতিমান চলচ্চিত্রকার লোকেশ কঙ্গরাজ। রজনীকান্ত ছাড়াও এই ছবিতে দেখা যাবে তেলুগু সুপারস্টার নাগার্জুন, বলিউডের কিং খান আমির খান এবং দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসানকে। অ্যাকশন প্যাকড এই সিনেমাটি মুক্তির আগে থেকেই দর্শকদের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি করেছিল।

কিন্তু মুক্তির প্রথম দিনেই এমন পাইরেসি ঘটনা চলচ্চিত্র শিল্পের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এখন প্রশ্ন দেখা দিয়েছে - এই ধাক্কা সামলে কিভাবে 'কুলি' বক্স অফিসে তার প্রত্যাশিত সাফল্য অর্জন করবে।

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×