Site Logo | মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

বাবা-মাকে বড় রেস্তোরাঁয় নিয়ে ধনীদের মাঝে নার্ভাস ছিলাম : অমিতাভ

বাবা-মাকে বড় রেস্তোরাঁয় নিয়ে ধনীদের মাঝে নার্ভাস ছিলাম : অমিতাভ

অমিতাভ বচ্চন | ছবি : সংগৃহীত

Advertisement

সোমবার (১১ আগস্ট) থেকে শুরু হয়েছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র ১৭তম সিজন। শো-এর প্রথম দিনেই প্রতিযোগীদের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের জীবনের নানা পুরোনো স্মৃতি এবং গল্প তুলে ধরেন অমিতাভ বচ্চন। 

নতুন সিজনের শুরুতেই অভিনেতা জানান, ২৫ বছর আগে যখন প্রথম 'কৌন বনেগা ক্রোড়পতি' শুরু হয়েছিল, তখন শো-এর টিম কতটা চিন্তিত ছিল।

এদিন প্রথম প্রতিযোগী বিজয় তার বাবা-মাকে গর্বিত করার মুহূর্তের কথা বলতে গিয়ে অমিতাভ বচ্চনও নিজের জীবনের একটি ঘটনার কথা বলেন। 

Advertisement

বিজয় জানান, তার বাবা একজন দিনমজুর এবং তিনি এই শো-তে এসেছেন যেন বাবা-মাকে একটি বড় বাড়ি উপহার দিতে পারেন। 

অমিতাভ তখন বিজয়কে এমন একটি মুহূর্তের কথা জিজ্ঞেস করেন, যখন সে তার বাবা-মাকে সবচেয়ে বেশি গর্বিত করেছিলেন।

বিজয় জানান, গত বছর তিনি বাবা-মাকে একটি রেস্তরাঁয় ডিনারে নিয়ে গিয়েছিলেন, তাদের বলেছিলেন মেনু কার্ডের দাম না দেখে যা খুশি অর্ডার করতে। 

এই ঘটনা শুনে অমিতাভ বচ্চনও নিজের জীবনের একটি অভিজ্ঞতার কথা বলেন। তিনি জানান, যখন তিনি সবেমাত্র উপার্জন শুরু করেছিলেন, তখন তিনি তার বাবা-মাকে দিল্লির একটি রেস্তরাঁয় নিয়ে গিয়েছিলেন।

Advertisement

অমিতাভ বলেন, ‘এই যে মানুষটি আপনাদের সামনে বসে আছে, তারও এমন একটা দিন ছিল যখন সে প্রথমবার কোনো রেস্তোরাঁয় গিয়েছিল। দিল্লিতে মতি মহল বলে একটি খুব ভালো রেস্তরাঁ আছে, আমি কলেজ শেষ করার পর প্রথমবার সেখানে যাই আমার বাবা-মাকে নিয়ে। আজও আমি সেই দিনটার কথা ভুলিনি, যেমনটা তুমিও ভোলোনি। তখন আমি অল্প রোজগার করা শুরু করেছিলাম, তাই তাদের সেখানে নিয়ে গিয়েছিলাম।'

তিনি আরও বলেন, আমি তখন অল্প রোজগার করি, তাই তাদের সেখানে নিয়ে গিয়েছিলাম। খুব ভয় লাগছিল, কারণ এটা একটা বড় রেস্তোরাঁ, যেখানে বড় লোকেরা যায়। আমাদের মতো সাধারণ মানুষের সেখানে যাওয়া কঠিন। আমরা গেলে লোকে কেমনভাবে দেখবে, কী পোশাক পরেছি, কী খাব— এই সব ভাবনা মাথায় আসছিল। তাই আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারি।'

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×