Site Logo | মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

মারা গেলেন কিংবদন্তি অভিনেত্রী নাজিমা, 'দেবদাস'-এর সেই স্মরণীয় চরিত্রের জন্য চিরস্মরণীয়

মারা গেলেন কিংবদন্তি অভিনেত্রী নাজিমা, 'দেবদাস'-এর সেই স্মরণীয় চরিত্রের জন্য চিরস্মরণীয়

নাজিমা । ছবি : সংগৃহীত

Advertisement

বলিউড হারালো এক নীরব দীপশিখাকে – যার আলো সময়ের সাথে ম্লান হলেও উষ্ণতা ছিল চিরন্তন। সত্তরের দশকের সেই পার্শ্বচরিত্রের রানী নাজিমা, যিনি দর্শকদের হৃদয়ে গেঁথে ছিলেন চিরকালের জন্য, আজ আর নেই।

গত ১১ আগস্ট, ৭৭ বছর বয়সে, তিনি না ফেরার দেশে পাড়ি দেন। তাঁর কাজিন জারিন বাবু সামাজিক মাধ্যমে এই দুঃসংবাদটি নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন নাজিমা। মুম্বাইয়ের দাদারে দুই সন্তানের সান্নিধ্যে কাটিয়েছেন জীবনের শেষ দিনগুলো, তবু নীরবতা আর নিঃসঙ্গতাই ছিল তাঁর শেষ সঙ্গী।

বলিউড হয়তো হারালো এক অনন্য শিল্পীকে, কিন্তু নাজিমা থেকে গেলেন সেলুলয়েডের পাতায় পাতায়। 'দেবদাস'-এ পারোর শৈশবের সখী, 'আয়ে দিন বাহার কে'-তে আশা পারেখের বোন, কিংবা 'ড্রিম গার্ল'-এ হেমা মালিনীর ঘনিষ্ঠ সহচরী – প্রতিটি চরিত্রেই তিনি রেখে গেছেন নিজস্ব ছাপ। রাজ কাপুরের 'অব দিল্লি দূর নেহি' থেকে রাজেশ খান্নার সঙ্গে 'অউরত' ও 'ডোলি', সঞ্জীব কাপুরের 'নিশান' – সবখানেই তাঁর উপস্থিতি ছিল অনন্য।

Advertisement

১৯৪৮ সালের ২৫ মার্চ, মহারাষ্ট্রের নাসিকে জন্ম নেওয়া মেহর-উন-নিসা, যিনি নাজিমা নামেই পরিচিত, মাত্র চার বছর বয়সে 'বেবি চাঁদ' নামে চলচ্চিত্র জগতে পা রাখেন। বিমল রায়ের 'দো বিঘা জমিন'-এ বড় বোনের ভূমিকায় প্রথম আলোচনায় আসেন এই শিল্পী। এরপর 'মনচলি', 'প্রেম নগর', 'অনুরাগ', 'বেইমান'-এর মতো অসংখ্য সিনেমায় তিনি হয়ে ওঠেন বলিউডের অতি প্রিয় এক মুখ।

নাজিমা চলে গেলেন, কিন্তু তাঁর অভিনীত চরিত্রগুলো, বলা সংলাপগুলো থেকে যাবে সিনেমার পর্দায়, ঠিক যেমন কোনও সিনেমার শেষ হওয়ার পরও কানে বাজতে থাকে কোনও মিষ্টি সুরের স্মৃতি।

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×