Site Logo | মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

পটুয়াখালী ভার্সিটির নির্মাণাধীন হল থেকে রড চুরি, আটক ২

পটুয়াখালী ভার্সিটির নির্মাণাধীন হল থেকে রড চুরি, আটক ২

চুরির সময় আটক দুই যুবক | ছবিঃ আবাসন নিউজ ২৪

Advertisement

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নির্মাণাধীন একটি ছাত্রী হল থেকে রড চুরির সময় দুই যুবককে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা টিম।

বুধবার (২০ আগস্ট) ভোর ৬টার দিকে ক্যাম্পাসের ছাত্রী হল থেকে রড নিয়ে যাওয়ার সময় নিরাপত্তা কর্মীরা এক যুবককে হাতেনাতে আটক করে। পরে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরেকজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে আতাউল্লাহ (১৭) এবং একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের আলমগীর মুন্সীর ছেলে রাহাত মুন্সী (২১)।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত ১২টার দিকে তাদের দুইজনকে নির্মাণাধীন হলের আশেপাশে ঘোরাঘুরি করতে। ভোর ৬টার সময় আতাউল্লাহ এক ব্যাগ কাটা রড নিয়ে বের হওয়ার সময় নিরাপত্তা কর্মীরা তাকে ধরে ফেলে। পরে তার স্বীকারোক্তিতে রাহাত মুন্সীকেও আটক করা হয়।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো. মুকিত মিয়া বলেন,
“ভোর ৬টা ৫ মিনিটে আনসার সদস্যদের সহায়তায় জানতে পারি একজন রড নিয়ে যাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে হাতেনাতে ধরি। পরে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরেকজনকে আটক করি।”

এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. শামীম মিয়ার বাসা থেকে তার গৃহকর্মী ৪৫ হাজার টাকা চুরি করে বলে অভিযোগ ওঠে। পরে তদন্তে জানা যায়, ওই গৃহকর্মী ও রাহাত মুন্সী ভাইবোন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন,
“আটককৃতদের পরিবারকে ডেকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে যদি আবার এমন কাজ করে, তবে সরাসরি পুলিশের হাতে তুলে দেওয়া হবে।”

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×