শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

মাঠেই হার্ট অ্যাটাক, লাইফ সাপোর্টে তামিম

আবাসন নিউজ ২৪ অনলাইন ডেস্কঃ

মাঠেই হার্ট অ্যাটাক, লাইফ সাপোর্টে তামিম

বিকেএসপির ৩ নম্বর মাঠে চলছিল ডিপিএলের অষ্টম রাউন্ডের ম্যাচ। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলা চলাকালে মাঠেই হৃদরোগে আক্রান্ত হন তামিম ইকবাল। তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, তামিম অসুস্থ হয়ে পড়লে তাঁকে নিতে হেলিকপ্টার প্রস্তুত ছিল। তবে পরিস্থিতি গুরুতর হওয়ায় তাকে কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে।

মোহামেডানের ফিল্ডিংয়ের সময় তামিম অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে বিকেএসপির মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা তামিমের সঙ্গেই আছেন, এবং বিসিবির কর্মকর্তারা তাঁকে দেখতে হাসপাতালে যাচ্ছেন।

তামিমের অসুস্থতায় কিছুক্ষণ খেলা বন্ধ ছিল। পরে শাইনপুকুর তাদের সংগ্রহে ২২৩ রান করতে সক্ষম হয়।

পাঠক প্রিয়,

আপনিও আবাসননিউজ২৪.কম-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ [email protected]