বৃহস্পতিবার, ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

টঙ্গীবাড়ীতে মিথ্যা অপবাদ দিয়ে  বৃদ্ধাকে মারধরের অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে

‎লিটন, ‎মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

টঙ্গীবাড়ীতে মিথ্যা অপবাদ দিয়ে  বৃদ্ধাকে মারধরের অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে

‎মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ধর্ষণের  অপবাদ দিয়ে  এক বৃদ্ধ কে মারধর করার অভিযোগ উঠেছে  উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রনি বেপারীর বিরুদ্ধে।  রনি টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের মৃত হায়দার আলি বেপারীর ছেলে। স্থানীয়রা জনায়ায়, গত রবিবার (১১মে)  উপজেলার ধীপুর ইউনিয়নের রাউৎভোগ গ্রামের শিবির আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দা মো: নয়ন এর স্ত্রী ছামিয়া আক্তার প্রতিবেশি ইসমাইল খান(৭০) এর নিকট ৩ হাজার টাকা হাওলাত  চান। এরপর ইসমাইল খান ছামিয়া কে বলেন পূর্বের পাওনা টাকাইতো দিতে পারোনা আবার টাকা নিলে কেমনে দিবা। পরে ছামিয়া বলেন টাকা না দিতে পারলে দেহ আছেনা। এ কথা শোনার পর লজ্জ্বায় ঘটনাস্থল ত্যাগ করেন ইসমাইল খান। এরপর ইসমাইল খানের বিরুদ্ধে কু- প্রস্তাব এর মিথ্যা  অপবাদ দিয়ে ছামিয়ার স্বামীর ফুফাতো ভাই জুবায়ের ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রনি বেপারী কে জানালে তারা ওই এলাকায় গিয়ে বৃদ্ধ ইসমাইল খান কে মারধর করেন। এসময় বৃদ্ধ কে রক্ষা করতে এগিয়ে আসলে প্রতিবেশি আলমগীর ও দিলা কেও মারধর করে তারা। মারধর করে বৃদ্ধকে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসী ধাওয়া দিলে উপজেলা শ্রমিক দল নেতা রনি বেপারী ও জুবায়ের পালিয়ে যায়। পরে এলাকাবাসী বৃদ্ধ কে উদ্ধার করে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এ বিষয়ে বৃদ্ধ ইসমাইল খান বলেন, আমার প্রতিবেশি নয়নের স্ত্রী প্রায় সময় আমাদের বাড়িতে এসে সবজি নিয়ে যেতো, অনেক সময় টাকা দিতো আবার অনেক সময় দিতোনা। গত রবিবার আমার কাছে ৩ হাজার টাকা হাওলাত চাইলে আমি টাকা না দেওয়ায় আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে তার আত্বীয় স্বজনদের দিয়ে মারধর করলো আমি এর বিচার চাই।

‎এ বিষয়ে অভিযুক্ত রনি বেপারী বলেন, আমি বিচারক হিসেবে ঘটনাস্থলে গিয়ে ইসমাইল কে দুই চারটা চর থাপ্পড় দিয়ে মাপ চাইয়ে দেই।

‎টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো: মহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় টঙ্গীবাড়ী থানায় একটি অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

পাঠক প্রিয়,

আপনিও আবাসননিউজ২৪.কম-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ [email protected]