বুধবার, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজবাড়ীতে অগ্নিকাণ্ডে ৩ কোটি টাকার মালামাল ভস্মিভূত

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর কালুখালী উপজেলা সদরের রতনদিয়া-অরুণগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩ কোটি টাকার মালামাল ভস্মিভূত হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) ভোরে হঠাৎ করেই বাজারে আগুন লাগে। এতে মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে বিশ্বাস এন্টারপ্রাইজ, মেসার্স আবুল কাশেম, ঢাকা হার্ডওয়ার, ঢাকা এস এম হার্ডওয়্যার ও উর্মি হার্ডওয়ারের মালামাল পুড়ে যায়। এতে প্রায় তিন কোটি টাকা ক্ষতি সাধন হয়েছে।

খবর পেয়ে কালুখালী থানা পুলিশ, স্থানীয় জনগণ ও  কালুখালী ফায়ার সার্ভিসের দুইটি টিম ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে  আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানের মালামাল ভস্মিভুত হয়।
কালুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জাহেদুল ইসলাম বলেন,  আগুনে অনেক ক্ষতি হয়েছে।  ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় ক্ষতির পরিমাণ কম হয়েছে।

পাঠক প্রিয়,

আপনিও আবাসননিউজ২৪.কম-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ [email protected]