বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

মেদিনীপুর জেলার নন্দীগ্রামে, ৪১টি জায়গায় (মন কি বাত) অনুষ্ঠান সম্প্রচারিত হল

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস , পশ্চিমবঙ্গ

মেদিনীপুর জেলার নন্দীগ্রামে, ৪১টি জায়গায় (মন কি বাত) অনুষ্ঠান সম্প্রচারিত হল

আজ ৩১ শে মার্চ সোমবার,, পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে ৪১টি জায়গায় (মন কি বাত) অনুষ্ঠান সম্প্রচারিত হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিতিতে, আশদতলা ২৭ নম্বর বুথের গ্রামবাসী ও দলীয় কার্যকতাদের সাথে বসে যশশ্রী প্রধানমন্ত্রী সম্মানীয় শ্রী নরেন্দ্র মোদিজীর (মন কি বাত) অনুষ্ঠান ডিজিটাল মাধ্যমে প্রচার শুনলেন। এলাকার প্রাণপ্রিয় বিধায়ক ,বাংলার জনপ্রিয় জন নেতা, তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এরপর রাতে পূর্ব মেদিনীপুরের ময়নার এক ধর্মীয় মিলন উৎসবে যোগ দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ময়নার বৃন্দাবনচক এলাকার এক ধর্মীয় কীর্তন অনুষ্ঠানে যোগদান করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনি বলেন আজকে পবিত্র দিন, আজকে হিন্দু নববর্ষ, আজকে আর্য সমাজ প্রতিষ্ঠা হয়েছিল ,আজকের দিনে বিক্রমাদিত্য প্রতিষ্ঠা হয়েছিল, আজকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক দলের জন্ম দিবস। ‌ আজকের দিনটি হিন্দু সমাজে মনে রাখা দরকার একই দিনে অনেকগুলি প্রতিষ্ঠা হয়েছিল। তিনি অনুষ্ঠানে সকলের সাথে পরিদর্শন করেন। বেশ কিছুক্ষণ গুরুদেবের সাথে কথা বলেন।