
জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত
সাংবাদিকদের অন্যতম সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলা শাখার ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
১ এপ্রিল ২৫ মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় এনাম নাহার মোড় সন্দ্বীপ থানার দক্ষিণ পাশে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন শিকদার। বিশেষ অতিথির অতিথির বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলার বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সন্দ্বীপ উপজেলার আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ।
সংগঠনের সাধারণ সম্পাদক মোবারক হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান সন্দ্বীপ শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক মাস্টার আবুল কাশেম শিল্পী, জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কেফায়েত উল্ল্যাহ কায়সার, ও সাবেক ছাত্রনেতা সোহরাব হোসেন সৌরভ। উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী হারামিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভূমিদাতা নুরুল ইসলাম বাহার, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সহ সভাপতি রিদোয়ানুল বারী, ও মাইনউদ্দীন, যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নুর মোস্তফা আলী হাসান, প্রচার সম্পাদক ফয়সাল আসীর, অর্থ সম্পাদক জাহেদুল ইসলাম শিহাব, দপ্তর সম্পাদক আব্দুল হামিদ, কার্যনির্বাহী সদস্য শাহাদাত হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
