বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শ্যামনগরে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় বুধবার সকালে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

১৯৭১ সালের এই দিনে বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের ঘোষণা দিয়েছিল একটি ভূখন্ড, যার নাম বাংলাদেশ। বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে সকাল ৮টায় শ্যামনগরের গোপালপুর স্মৃতিসৌধে পুষ্পস্তপক অর্পনের পর শহীদ বীরমুক্তিযোদ্ধাদের মাজার জিয়ারত, দোয়া ও মোনাজাত শেষে শ্যামনগর মডার্ণ স্কুল প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে নেওয়া হয়েছে আলোচনাসভা ,বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময়, জাতীয় পতাকা উত্তোলন, শান্তি প্রতীক কবুতার উড়ানো, সর্বশেষ উপজেলা নির্বাহী অফিসার মোছা: রণী খাতুন ভাষণ প্রদান করেন ।

এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভুমি আব্দুল্লাহ আল রিফাত, সহকারী পুলিশ সুপার আনোয়ারুল ইসলাম, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মোল্লা শ্যামনগর উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা গন, সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবেব সভাপতি সামিউল আযম মনির, উপজেলা বি এন পি নেতা মাস্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রহমান সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।