বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বিশ্বকাপ বাছাইপর্ব থেকে ব্রাজিলের বিদায়

ডেস্ক রিপোর্ট

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে আমেরিকা অঞ্চল থেকে খেলছে ব্রাজিল। আঞ্চলিক এই বাছাই পর্বে গতকাল রবিবার কানাডা নারী ক্রিকেট দলের মুখোমুখি হয়েছিল ব্রাজিল নারী ক্রিকেট দল। তবে বুয়েনস এইরেসের সেন্ট আলবান্স ক্লাব মাঠে কানাডার কাছে ২৯ রানে হেরেছে ব্রাজিল।

আসরে এটি তাদের পঞ্চম ম্যাচ ছিল। যেখানে পাঁচ ম্যাচে এক জয়ের বিপরীতে চার হার ব্রাজিলের। এক জয়ে ২ পয়েন্ট নিয়ে চার দলের মধ্যে তৃতীয় স্থানে আছে তারা। ফলে গ্লোবাল কোয়ালিফায়ারে যাওয়ার সম্ভাবনা শেষ ব্রাজিলের। এখানেই শেষ হচ্ছে তাদের বিশ্বকাপের পথচলা।

আরও পড়ুন:

গণঅভ্যুত্থানে হামলায় অভিযুক্ত ১২৮ ঢাবি শিক্ষার্থীকে বহিষ্কার

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ৭ সুপারিশ যাত্রী কল্যাণ সমিতির

ফেসবুকে ছবি দেখে মায়ের লাশ শনাক্ত প্রবাসী ছেলের

এ ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ৮২ রান করে কানাডা। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন আমারপ্লে কোর। তাছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন গর্ডিয়াল-জন ও থেসা লাভিয়া। জনের ব্যাট থেকে এসেছে ২৪ রান। আর লাভিয়া করেছেন ১০ রান।

এরপর ৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ৫৩ রানের বেশি করতে পারেনি ব্রাজিল। দলের হয়ে সর্বোচ্চ ১২ রান করেছেন মনিকে মাচাদো। এ ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি।

এদিকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাপ পর্বে আমেরিকা অঞ্চল থেকে অংশ নিয়েছে চার দল। এই তালিকায় আছে ব্রাজিল, আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র ও কানাডা। এ অঞ্চলের শীর্ষ দল গ্লোবাল কোয়ালিফায়ারে খেলার যোগ্যতা অর্জন করবে। সে দৌড়ে অনেকটাই এগিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডা। ৫ ম্যাচ শেষে তাদের দুজনেরই পয়েন্ট সমান ৮ করে।