বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শ্যামনগরে এবার ৪০ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

বাংলাদেশ থেকে অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল ও অপুষ্টি জনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষে আজ ১৫ মার্চ শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে। এ উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় প্রায় ৪০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

জানা যায়, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি করে নীল রঙের ‘এ’ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। শ্যামনগর উপজেলায় ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা প্রায় ৫ হাজার ও ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা প্রায় ৩৫ হাজার।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে প্রকাশ,শ্যামনগর উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কেন্দ্র হবে ২৮৯টি। প্রতি ইউনিয়নে কেন্দ্র হবে ২৪টি এবং প্রত্যেকটি ওয়ার্ডে (পুরাতন) কেন্দ্র হবে ৮টি। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্যাম্পেইন চলবে। বাদপড়া শিশুদেরও খাওয়ানোর ব্যবস্থা থাকবে।

 

 

আরও পড়ুন:

হোয়াটসঅ্যাপে প্রতারণা! সতর্ক থাকুন

উখিয়ায় ক্যাম্পে ইফতারে প্রধান উপদেষ্টা-জাতিসংঘ মহাসচিব

শ্যামনগর পৌরসভার জন্মনিবন্ধন জটিলতার সমাধান করলেন ইউএনও

 

 

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিদর্শন করবেন উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। মঙ্গলবার ১১ মার্চ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে নিজস্ব কার্যালয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: রণী খাতুন।