টেকনাফে দরজা ভেঙে যুবকের মরদেহ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য

টেকনাফে দরজা ভেঙে যুবকের মরদেহ উদ্ধার
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের পুরান পাড়ায় নিজ ঘর থেকে দরজা ভেঙে আব্দুল গফুর (২৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল গফুর টেকনাফের সাবরাং ইউনিয়নের পুরান পাড়া এলাকার বাসিন্দা শেখ আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দীর্ঘক্ষণ আব্দুল গফুরের সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তার নিথর দেহ দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি টেকনাফ থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাবরাং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবুল ফয়েজ বলেন, “রাত ৮টার দিকে গফুরের নিজ বাড়ি থেকে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। পরে থানা পুলিশ এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।”
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।
আরও পড়ুনঃ ১০টি জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস