| ১০ আগস্ট ২০২৫
শিরোনাম:

১০টি জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস – যেখান থেকে আপনি উপার্জন শুরু করতে পারেন

১০টি জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস – যেখান থেকে আপনি উপার্জন শুরু করতে পারেন

১০টি জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস

বর্তমান বিশ্বে ফ্রিল্যান্সিং একটি দ্রুত বর্ধনশীল ক্যারিয়ার অপশন। বিশেষ করে বাংলাদেশের তরুণ প্রজন্মের মাঝে এর চাহিদা দিন দিন বেড়েই চলেছে। আপনি যদি বাসায় বসে ইন্টারনেটের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করতে চান, তাহলে একটি ভাল ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস নির্বাচন করাই প্রথম পদক্ষেপ।

এই ব্লগে আমরা আলোচনা করব ১০টি জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস নিয়ে, যেগুলো থেকে আপনি কাজ করতে পারেন এবং উপার্জনের পথ তৈরি করতে পারেন।

১. Upwork: বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং সাইটগুলোর একটি। এখানে ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, কনটেন্ট রাইটিং, মার্কেটিং সহ অসংখ্য ক্যাটাগরিতে কাজ পাওয়া যায়। শুরুতে একটু প্রতিযোগিতা বেশি হলেও ভালো প্রোফাইল তৈরি করে ধৈর্য ধরে কাজ করলে সফলতা পাওয়া সম্ভব।

২. Fiverr: একটি গিগ-বেসড মার্কেটপ্লেস। এখানে আপনি নিজের সার্ভিস অফার করতে পারেন মাত্র $5 থেকে শুরু করে। যারা নতুন, তাদের জন্য এটি একটি দারুণ প্ল্যাটফর্ম। গিগ তৈরির সঠিক কৌশল জানলে সহজেই অর্ডার পেতে পারেন।

৩. Freelancer.com: ওয়ার্ল্ডওয়াইড জনপ্রিয় একটি ফ্রিল্যান্সিং সাইট। এখানে বিভিন্ন ধরনের ছোট-বড় প্রকল্পে বিড করে কাজ করতে হয়। সাইটটির ব্যবহার সহজ এবং নতুনদের জন্য উপযোগী।

৪. PeoplePerHourএই মার্কেটপ্লেসটি ইউরোপভিত্তিক এবং এখানে ঘন্টাপ্রতি কাজ করার সুযোগ বেশি থাকে। ওয়েবসাইট ডিজাইন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ও কনটেন্ট ক্রিয়েশনের কাজ বেশি পাওয়া যায়।

৫. Toptal: তুলনামূলকভাবে একটু হাই-লেভেল মার্কেটপ্লেস। এখানে কেবল অভিজ্ঞ এবং দক্ষ ফ্রিল্যান্সাররাই কাজ করতে পারেন। তবে একবার সুযোগ পেলে ইনকামের সম্ভাবনা অনেক বেশি।

৬. Guru: Guru.com একটি পেশাদার ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন কাজের অফার পাওয়া যায়। ফ্রিল্যান্সার এবং ক্লায়েন্টদের মাঝে একটি শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা আছে এই সাইটে।

৭. 99designs: যারা গ্রাফিক ডিজাইন বা লোগো ডিজাইন নিয়ে কাজ করতে চান, 99designs হতে পারে তাদের জন্য পারফেক্ট প্ল্যাটফর্ম। এখানে কনটেস্টের মাধ্যমে কাজ পেতে পারেন, আবার সরাসরি ক্লায়েন্টের সাথেও কাজ করার সুযোগ থাকে।

৮. DesignCrowd: আরেকটি জনপ্রিয় ডিজাইন-বেসড মার্কেটপ্লেস হলো DesignCrowd। লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন ইত্যাদি কাজের জন্য এটি ভালো একটি সাইট।

 ৯. Truelancer: ভারতীয় ভিত্তিক এই সাইটটি এশিয়ানদের জন্য অনেকটাই উপযোগী। Truelancer-এ ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, রাইটিং ও ডিজাইনিং এর কাজ বেশি পাওয়া যায়।

 ১০. Workana:মূলত ল্যাটিন আমেরিকার জন্য জনপ্রিয়, তবে আন্তর্জাতিক ফ্রিল্যান্সাররাও এখানে কাজ করতে পারেন। ফ্রন্টএন্ড ডেভেলপমেন্ট, ডিজাইন ও রাইটিং কাজের জন্য এটি বেশ কার্যকর।

ফ্রিল্যান্সিং শুরু করার আগে যা দরকারঃ

  • স্কিল শেখা (YouTube, Coursera, Udemy)

  • প্রফেশনাল প্রোফাইল তৈরি

  • ভালো কভার লেটার ও পোর্টফোলিও

  • সময় ব্যবস্থাপনা এবং কমিউনিকেশন স্কিল

নতুনদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ

  1. প্রথম দিকে ছোট কাজ দিয়ে শুরু করুন

  2. কাস্টমাইজড প্রপোজাল লিখুন

  3. সময়মতো কাজ জমা দিন এবং ফিডব্যাক নিন

  4. প্রতিদিন কাজ খুঁজুন, Active থাকুন

ফ্রিল্যান্সিংয়ে আয় কেমন হতে পারে?

  • নতুনদের জন্য $50 – $300/মাস শুরুতেই সম্ভব

  • অভিজ্ঞদের আয় $1000+/মাস

  • সময় ও দক্ষতা বৃদ্ধির সাথে সাথে আয়ও বাড়ে

 প্রতারণা থেকে সাবধানঃ

  • প্ল্যাটফর্মের বাইরে পেমেন্ট না নিন

  • সন্দেহজনক ক্লায়েন্ট এড়িয়ে চলুন

  • সাইটের রিভিউ ও Terms অবশ্যই পড়ুন

 দরকারি টুলসঃ

  • কমিউনিকেশন: Zoom, Google Meet

  • প্রজেক্ট ম্যানেজমেন্ট: Trello, Notion

  • টাইম ট্র্যাকিং: Upwork Tracker, Toggl

  • পেমেন্ট: Payoneer, Bank Transfer

🇧🇩 বাংলাদেশি ফ্রিল্যান্সারদের জন্য টিপসঃ

  • Payoneer অ্যাকাউন্ট তৈরি করে ব্যাংকের সাথে লিঙ্ক করুন

  • রেমিট্যান্স সুবিধা নিন

  • বাংলাদেশি সময় অনুযায়ী কাজ শিডিউল করুন

ফ্রিল্যান্সিং শুরু করার জন্য উপযুক্ত একটি মার্কেটপ্লেস নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। উপরের যেকোনো একটি বা একাধিক মার্কেটপ্লেসে প্রোফাইল তৈরি করে ধৈর্য ও নিষ্ঠার সাথে কাজ করলে আপনি নিশ্চিতভাবেই সফল হতে পারবেন।

আপনি কোন মার্কেটপ্লেসে কাজ শুরু করতে চান? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।

আরও পড়ুনঃ সেরা ১০ টি টেক প্রডাক্ট

ঝিনাইদহ সীমান্তে আটক সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির ভাগ্নে রিয়াজ উদ্দীন

১০টি জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস – যেখান থেকে আপনি উপার্জন শুরু করতে পারেন

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে আটক রিয়াজ উদ্দীন

ঝিনাইদহের মহেশপুর উপজেলার জেলেপোতা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের নেতা ডা. দীপু মনির ভাগ্নে এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বহিষ্কৃত দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দীনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৯ আগস্ট) দুপুরে স্থানীয় জনতা রিয়াজ উদ্দীনকে তিন দালালের সঙ্গে আটক করে মহেশপুর থানায় সোপর্দ করেন। আটক দালালরা হলেন—সীমান্ত এলাকার চিহ্নিত দালাল ফয়েজ উদ্দীন ও মিনহাজ উদ্দীন।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ টাকা নিয়ে রিয়াজ উদ্দীন ভারতে পালানোর চেষ্টা করছিলেন। এ সময় অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি তাকে আটক করে টাকার ব্যাগ কেড়ে নিয়ে মহেশপুরের দালালদের হাতে তুলে দেন।

শনিবার দুপুরে সীমান্ত থেকে প্রায় সাত কিলোমিটার ভেতরে জেলেপোতা গ্রামের বাসিন্দারা তিন দালালের সঙ্গে রিয়াজ উদ্দীনকে দেখে আটক করেন এবং পুলিশে খবর দেন। পরে মহেশপুর ৫৮ বিজিবি ও থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, দীপু মনির ভাগ্নে রিয়াজ উদ্দীনসহ তিন দালালকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে শ্যামনগর প্রেসক্লাবের মানববন্ধন

১০টি জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস – যেখান থেকে আপনি উপার্জন শুরু করতে পারেন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৯ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক ছামিউল ইমাম আযম মনিরের সভাপতিত্বে ও গাজী আল ইমরানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন, রিপোর্টাস ক্লাবের আহবায়ক জি এম খলিলুর রহমান, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী ইসলাম ইমন, সিনিয়র সাংবাদিক প্রকৌশলী আফজালুর রহমান, হুসাইন বিন আফতাব সহ সাংবাদিক নেতৃবৃন্দ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে ভিডিও ধারণের অপরাধে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

অবিলম্বে হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে ‌।

শ্যামনগরের সাংবাদিক সমাজ চাঁদাবাজি, দূর্নীতি ও সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ।

মানববন্ধনে শ্যামনগরের শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।

শ্যামনগরে সেনাবাহিনীর অভিযানে ভারতীয় পাতার বিড়ি ও ক্যান্সারের ওষুধ সহ অন্যান্য মালামাল আটক

১০টি জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস – যেখান থেকে আপনি উপার্জন শুরু করতে পারেন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিশেষ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর অভিযানে কোটি টাকার ভারতীয় পাতা বিড়ি ও ক্যান্সারের ওষুধসহ বিপুল পরিমাণ চোরাই মালামাল জব্দ করা হয়েছে। এ সময় চারজনকে হাতেনাতে আটক করা হয়।

শুক্রবার (৮ আগস্ট) গভীর রাত থেকে ভোরের দিকে উপজেলার পশ্চিম সুন্দরবনের খাল এলাকায় কালিগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডার মেজর ইফতেখারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে ভারত থেকে অবৈধ পথে আনা ১৫ বস্তা মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ক্যান্সারের ওষুধের মধ্যে রয়েছে, KI Malam , B-Tex , Deferasirox , Baat Ki Dawa , Meltiioxsalen এবং Valgan ।

এছাড়া জব্দকৃত অবৈধ ভারতীয় পাতা বিড়ির মধ্যে রয়েছে,বিড়ি ৬৬ হাজার ৪০০ পিস, বাপ্পা বিড়ি ১০ লাখ পিস এবং চাচা বিড়ি ১ লাখ ৩৪ হাজার পিস। মোট ১২ লাখ ৮০০ পিস বিড়ি উদ্ধার হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৫০ লক্ষাধিক টাকা।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার কৈখালী গ্রামের আজিজুল হক (৩৮), ভেটখালী গ্রামের আশরাফ হোসেন (২৮), বোষখালী গ্রামের সোবহান মোল্লা (৪০) এবং কৈখালী গ্রামের মোঃ দেলোয়ার (৪৮)।

অভিযান শেষে আটককৃত আসামি ও জব্দ মালামাল প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শ্যামনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

×