মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার (১৮ এপ্রিল ২০২৫) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে নাগেশ্বরী থানাধীন কাচারী পয়রাডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মোঃ মাইদুল ইসলাম (৩৮), পিতা-মৃত আব্দুস ছামাদ, গ্রাম: গোপালপুর বোর্ডেরহাট এবং মোঃ রবিউল ইসলাম (৪০), পিতা-মৃত আব্দুল লতিফ, গ্রাম: দক্ষিণ রামখানা; দুজনই নাগেশ্বরী থানার অন্তর্গত।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান জানান, “নাগেশ্বরী থানা পুলিশের তৎপরতায় ৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।”

তিনি আরও বলেন, “কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের নিয়মিত আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে সমাজের সকল স্তরের সহযোগিতা কামনা করছি।”

মাদকবিরোধী অভিযানে কুড়িগ্রাম জেলা পুলিশ সক্রিয় ভূমিকা রেখে চলেছে।

আরও পড়ুনঃ ১০টি জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস

পাঠক প্রিয়,

আপনিও আবাসননিউজ২৪.কম-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ abasonnewsfeature@gmail.com