শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

মাত্র ৯৮ দিনে ৮৫ হাজার ভারতীয়কে ভিসা দিল চীনঃ চীন-ভারত সম্পর্কে নতুন দিগন্ত

আবাসন নিউজ২৪|অনলাইন ডেস্কঃ

আন্তর্জাতিকসম্পর্ক

মাত্র ৯৮ দিনে ৮৫ হাজার ভারতীয়কে ভিসা দিল চীনঃ চীন-ভারত সম্পর্কে নতুন দিগন্ত

চীন-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৯ এপ্রিল পর্যন্ত মাত্র ৯৮ দিনের ব্যবধানে চীনের ভারতস্থ দূতাবাস ও কনস্যুলেটগুলো ৮৫ হাজারেরও বেশি ভারতীয় নাগরিককে ভিসা প্রদান করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সু ফিহং।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, রাষ্ট্রদূত সু ফিহং সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, “৯ এপ্রিল পর্যন্ত ৮৫ হাজারের বেশি ভিসা ইস্যু করা হয়েছে। যা দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।”

ভারতীয়দের জন্য ভিসা প্রক্রিয়ায় বড় ছাড়

ভারতীয় নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া এখন অনেক সহজ করেছে চীন।

অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সরাসরি ভিসা কেন্দ্রে গিয়ে আবেদন করা যাচ্ছে।

স্বল্পমেয়াদি ভ্রমণকারীদের জন্য বায়োমেট্রিক তথ্যের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে।

ভিসা ফি কমানো হয়েছে এবং অনুমোদনের সময়সীমাও দ্রুততর করা হয়েছে।

চীনে ভারতীয়দের অংশগ্রহণে উৎসাহ

রাষ্ট্রদূত সু ফিহং আরও জানান, “ভারতীয় পর্যটকদের জন্য চীন এখন আরও উন্মুক্ত, নিরাপদ ও বন্ধুত্বপূর্ণ।” শিক্ষা, ব্যবসা, পর্যটনসহ বিভিন্ন খাতে ভারতীয়দের অংশগ্রহণ বাড়াতে আগ্রহী বেইজিং।

বিশেষ করে চিকিৎসা শিক্ষা গ্রহণে চীন দীর্ঘদিন ধরে ভারতীয় শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় গন্তব্য। পাশাপাশি ঋতুভিত্তিক উৎসব ও ঐতিহাসিক স্থানগুলোর প্রচারের মাধ্যমে ভারতীয় পর্যটকদের আকৃষ্ট করতে কাজ করছে চীন।

বৈশ্বিক প্রেক্ষাপটে চীন-ভারত সহযোগিতা

চীনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং বলেন, “ভারত ও চীন, এই দুই বৃহৎ উন্নয়নশীল দেশের উচিত একসঙ্গে বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করা। একতরফা শুল্ক আরোপ এবং প্রোটেকশনিজমের বিরুদ্ধে একযোগে রুখে দাঁড়াতে হবে।”

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর বিশ্ববাণিজ্যে একাধিক শুল্ক আরোপ করেছেন, যার মধ্যে চীনের ক্ষেত্রে এখনো ১৪৫ শতাংশ শুল্ক কার্যকর রয়েছে।

ভবিষ্যতের কূটনৈতিক সম্পর্কের ভিত্তি

যদিও চীন ও ভারতের মধ্যে সীমান্ত নিয়ে দীর্ঘদিনের উত্তেজনা রয়েছে, তবুও ভিসা ছাড়ের এ উদ্যোগকে বিশ্লেষকরা সাধারণ জনগণের মধ্যে আস্থা তৈরির কৌশল হিসেবে দেখছেন। এটি ভবিষ্যতে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ ১০টি জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস

পাঠক প্রিয়,

আপনিও আবাসননিউজ২৪.কম-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ abasonnewsfeature@gmail.com