
বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হয়েছেন আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকরা, উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে আহতদের
ঝিনাইদহের মহেশপুরে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকালে স্বরুপপুর ইউনিয়নের পিপুলবাড়িয়া গ্রামে এই সংঘর্ষটি ঘটে, যার ফলে ৪ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে গ্রামের বিএনপি সমর্থক শাহ জামাল, আশরাফুল, মনিরুল ও রাশেদের সাথে আওয়ামী লীগ কর্মী আব্দুর রহিম ও তার ভাই রফিকুলের বিরোধ চলছিল। আজ বিকালে বাঁশ কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে বিএনপির তিন সমর্থক ও আওয়ামী লীগের এক সমর্থক আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে দ্রুত মহেশপুর হাসপাতালের দিকে পাঠান।

মহেশপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ভয়েজ উদ্দিন মৃধা কালের কণ্ঠকে জানান, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কাজ করছে।
আরও পড়ুনঃ সীমান্তে আগুনের কুন্ডলী