| ১১ আগস্ট ২০২৫
শিরোনাম:

সীমান্তে আগুনের কুন্ডলী, রাখাইনে পুড়াচ্ছে রোহিঙ্গাদের পরিত্যক্ত বাড়ি!

সীমান্তে আগুনের কুন্ডলী, রাখাইনে পুড়াচ্ছে রোহিঙ্গাদের পরিত্যক্ত বাড়ি!

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ফেরত যাওয়ার আলোচনার মধ্য কক্সাজারের টেকনাফ সীমান্তে রাখাইনে আগুনের কুন্ডলী ও ধোঁয়া উড়তে দেখা গেছে। এতে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা করছে সীমান্তের বাসিন্দারা।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া, শাহপরীর দ্বীপসহ তিনটি জায়গায় ওপারে আগুনের কুন্ডলী ও ধোঁয়া উড়তে দেখেছেন সীমান্তের বাসিন্দারা।

রোহিঙ্গা বলছে, রাখাইনে পেলে আসা রোহিঙ্গাদের পরিত্যক্ত বাড়িঘরগুলো আগুনে পুড়িয়ে দিচ্ছে আরাকান আর্মি। সম্প্রতি সময়ে মিয়ানমারে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরত যেতে রাজি হওয়ায় এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। যাতে রোহিঙ্গা বুঝে সেখানকার পরিস্থিতি এখনো ভালো হয়নি।

তবে সীমান্তে মিয়ানমারে অভ্যন্তরে আগুনের ধোঁয়া দেখা গেছে উল্লেখ করে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বলেন, ‘সীমান্তে বিজিবি অনুপ্রবেশ ঠোকাতে সর্তক অবস্থানে রয়েছে। নতুন করে কাউকে ঢুকতে দেওয়া হবে না।’

সীমান্তের বাসিন্দারা বলছেন, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া, শাহপরীর দ্বীপের পূর্বে নাফ নদের ওপারে রাখাইনে মংডুর পেরাংপ্রæ আগুনের ধোঁয়া দেখা গেছে। এ ছাড়া গতকালও এসব এলাকায় আগুনের ধোঁয়া দেখা গেছে। মূলত রাখাইনে জামতলি, পেরাং প্রæ ও মাংগালা এলাকায় রোহিঙ্গাদের পরিত্যক্ত বাড়িঘরগুলো আগুনে পুড়িয়ে দিচ্ছে বলে জানা গেছে।

সীমান্তের শাহপরীর দ্বীপের বাসিন্দা সালা উদ্দিন বলেন, ‘সকালে নাফনদীর ওপারে রাখাইনে আগুনে ধোঁয়া দেখা গেছে। এসময় স্থানীয় লোকজন দেখতে ভীড় করে জেটিঘাটে। মূলত রোহিঙ্গাদের প্রত্যাবাসন আলোচনা শুরু হওয়ায় এ ধরনের ঘটনা চোখে পরছে। যাতে রোহিঙ্গা ফিরে না যায়, তাই আগুন দিয়ে আতঙ্ক বাড়াচ্ছে।’

টেকনাফ সীমান্তের বাসিন্দা আবদুল কাদের বলেন, ‘ওপারে আগুনের কুন্ডলী ও ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে ঠিক ওপারে এখন কী হচ্ছে এপার থেকে বলা মুশকিল। এ ধরনের ঘটনা ঘটছে আবার রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটার সম্ভবনা রয়েছে।;

এদিকে, বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ১৩ লাখের বেশি। এর মধ্যে ৮ লাখ এসেছে ২০১৭ সালের ২৫ আগস্টের পরের কয়েক মাসে। দীর্ঘ ৮ বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। উল্টো গত কয়েক মাসে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে এসে আশ্রয়শিবিরে ঠাঁই নিয়েছেন ৬০-৭০ হাজার রোহিঙ্গা।

সীমান্তে নজর রাখেন সরকারি এক কর্মকর্তা বলেন, ‘প্রত্যাবাসনের আলোচনা শুরু হওয়ার থেকে নাফনদীর ওপারে আগুনের কুন্ডলী ও ধোঁয়া দেখা যাচ্ছে। এর আগে বেশ কয়েকদিন ধরে দেয়া যায়নি। খবর পেয়েছি সেখানে (রাখাইনে) পেলে আসা রোহিঙ্গা পরিত্যক্ত বাড়িঘরগুলো পুড়িয়ে দিচ্ছে। এছাড়া তাঁরা জঙ্গলগুলো আগুন দিয়ে পরিস্কার করছে বলেও জেনেছি।’

আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) সভাপতি মোহাম্মদ জুবায়ের বলেন, ‘রাখাইনে থাকা স্বজনদের মাধ্যমে জেনেছি, এখনও নির্যাতন বন্ধ হয়নি সেখানে (ওপারে)। মূলত আরাকান আর্মিও রোহিঙ্গাদের মেনে নিতে পারছেনা। এছাড়া প্রত্যাবাসনের আলোচনা পর সেখানে (রাখাইনে) রোহিঙ্গাদের ঘর থেকে বাইরে এনে উত্তাপ রোদে বসিয়ে রাখছে ঘন্টার পর ঘন্টা।;

তিনি বলেন, ‘তাছাড়া নতুন করে রাখাইনে জ্বালাপোড়া করছে আরাকান আর্মি। তারা আমাদের রেখে আসা বাড়িঘর গুলো পুড়িয়ে দিচ্ছে। যাতে ফিরে গেলেও (বাড়িঘরে) উঠতে না পারি। এটি মূলত রোহিঙ্গারা ফিরে যেতে রজি হওয়ায়, সেজন্য বাড়িঘরে আগুন দিয়ে ভয়ভীতি ছড়াচ্ছে নতুন করে।’

কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, ‘নতুন করে রাখাইনে আরাকান আর্মির জ্বালাপোড়া হচ্ছে। যার ফলে সীমান্তে আগুনের কুন্ডলী ও ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। এতে নতুন করে অনুপ্রবেশের শঙ্কা উড়িয়ে দেওয়া যায়না। তবে সীমান্তে আমাদের আইনশৃঙ্খলাবাহিনীর কাজ করে যাচ্ছে।

রাজউকের গত ১৫ বছরের সব কার্যক্রমে নিরীক্ষার নির্দেশ

সীমান্তে আগুনের কুন্ডলী, রাখাইনে পুড়াচ্ছে রোহিঙ্গাদের পরিত্যক্ত বাড়ি!

গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ হিসেবে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সব আয়-ব্যয় ও কার্যক্রমের নিরীক্ষা করার নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এতে প্লট ও ফ্ল্যাট বরাদ্দ, হস্তান্তরসহ যাবতীয় আর্থিক লেনদেনের হিসাব অন্তর্ভুক্ত থাকবে।

রবিবার (১০ আগস্ট) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাজেট ব্যবস্থাপনা কমিটির (বিএমসি) সিদ্ধান্ত অনুযায়ী জনস্বার্থে এ নিরীক্ষা কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরকে।

নিরীক্ষা কার্যক্রমের নির্দেশনা:

নিরীক্ষার জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করতে হবে এবং তা অনুযায়ী কাজ সম্পন্ন করতে হবে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আইন ও সংশ্লিষ্ট বিধি-বিধান মেনে নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে।

নিরীক্ষা টিম গঠন করে সদস্যদের নাম, পদবি ও যোগাযোগ নম্বর মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

রাজউককে প্রতিটি ধাপে অবহিত রাখতে হবে।

সর্বোচ্চ তিন মাসের মধ্যে নিরীক্ষা শেষ করতে হবে।

নিরীক্ষা শেষে বিস্তারিত প্রতিবেদন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের কাছে জমা দিতে হবে।

এই পদক্ষেপের মাধ্যমে গত ১৫ বছরে রাজউকের কার্যক্রম ও আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি সম্ভাব্য অনিয়ম ও দুর্নীতি চিহ্নিত হওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ডুয়েটের ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়াই ৯ জনের

সীমান্তে আগুনের কুন্ডলী, রাখাইনে পুড়াচ্ছে রোহিঙ্গাদের পরিত্যক্ত বাড়ি!

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের (বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং) ভর্তি পরীক্ষা আজ রবিবার (১০ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে। সকাল ও বিকেল— দুই শিফটে নেওয়া হবে এই পরীক্ষা, যেখানে প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ৯ জন শিক্ষার্থী।

 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দেশের সরকারি ও বেসরকারি পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন ৬ হাজার ৪২৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন ১০টি বিভাগে মোট ৭৫০টি আসনের জন্য।

 

আসন বিন্যাস:

বড় বিভাগসমূহ: সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং— প্রতিটি বিভাগে ১২০টি করে আসন, মোট ৬০০টি।

 

ছোট বিভাগসমূহ: আর্কিটেকচার, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফুড ইঞ্জিনিয়ারিং এবং ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং— প্রতিটি বিভাগে ৩০টি করে আসন, মোট ১৫০টি।

 

 

ভর্তি প্রক্রিয়ার অগ্রগতি:

আবেদন গ্রহণ শুরু হয় ২৮ মে এবং শেষ হয় ৩০ জুন। যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয় ২৪ জুলাই, এরপর প্রার্থীরা ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করেন।

 

পরীক্ষার কাঠামো ও সময়সূচি:

পরীক্ষা দুটি পত্রে (নন-টেক ও টেক) মোট ৩০০ নম্বরের হবে এবং আড়াই ঘণ্টায় (এমসিকিউ ও লিখিত) সম্পন্ন হবে।

 

পরীক্ষা অনুষ্ঠিত হবে তিনটি ভবনে— পুরাতন একাডেমিক ভবন, সৈয়দ নজরুল ইসলাম একাডেমিক ভবন এবং টেক্সটাইল ওয়ার্কশপ ভবন।

 

প্রথম শিফট (সকাল ৯:৩০ – দুপুর ১২:০০): সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার।

 

দ্বিতীয় শিফট (দুপুর ২:০০ – বিকেল ৪:৩০): ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও ফুড ইঞ্জিনিয়ারিং।

 

 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করে ভর্তি পরীক্ষা সম্পন্নের সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

ঝিনাইদহ সীমান্তে আটক সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির ভাগ্নে রিয়াজ উদ্দীন

সীমান্তে আগুনের কুন্ডলী, রাখাইনে পুড়াচ্ছে রোহিঙ্গাদের পরিত্যক্ত বাড়ি!

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে আটক রিয়াজ উদ্দীন

ঝিনাইদহের মহেশপুর উপজেলার জেলেপোতা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের নেতা ডা. দীপু মনির ভাগ্নে এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বহিষ্কৃত দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দীনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৯ আগস্ট) দুপুরে স্থানীয় জনতা রিয়াজ উদ্দীনকে তিন দালালের সঙ্গে আটক করে মহেশপুর থানায় সোপর্দ করেন। আটক দালালরা হলেন—সীমান্ত এলাকার চিহ্নিত দালাল ফয়েজ উদ্দীন ও মিনহাজ উদ্দীন।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ টাকা নিয়ে রিয়াজ উদ্দীন ভারতে পালানোর চেষ্টা করছিলেন। এ সময় অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি তাকে আটক করে টাকার ব্যাগ কেড়ে নিয়ে মহেশপুরের দালালদের হাতে তুলে দেন।

শনিবার দুপুরে সীমান্ত থেকে প্রায় সাত কিলোমিটার ভেতরে জেলেপোতা গ্রামের বাসিন্দারা তিন দালালের সঙ্গে রিয়াজ উদ্দীনকে দেখে আটক করেন এবং পুলিশে খবর দেন। পরে মহেশপুর ৫৮ বিজিবি ও থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, দীপু মনির ভাগ্নে রিয়াজ উদ্দীনসহ তিন দালালকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×