
বরগুনা জেলার আমতলীতে স্ত্রী পলি বেগমে (৪৫) এর হাত কুপিয়ে কেটে ফেলেছে তার স্বামী সাইদ মৃধা (৫৫)। এসময় আরো তার শরীরের বিভিন্ন স্থান কুপিয়ে জখম করা হয়। শুক্রবার দুপুর আড়াইটার দিকে পলি বেগমকে উদ্ধার করে পটুয়াখালীর কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়।
এর আগে দুপুরে দক্ষিন টেপুরা গ্রামের স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাইদ প্রায় ৫ বছর আগে দ্বিতীয় বিবাহ করেন এবং নেশাগ্রস্ত ছিলেন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায়ই তার বাকবিতন্ডা হতো। শুক্রবার দুপুর বারোটার দিকে পলি রান্না করতে গেলে সাইদ তাকে রান্না করতে দিবেনা বলে কুপিয়ে ডান হাতের কনুইয়ের উপর পর্যন্ত কেটে ফেলে এবং শরীরের বিভিন্ন স্থান কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পলিকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে প্রেরন করা হয়।
আমতলী থানার ওসি আরিফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।