সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শ্যামনগরে যৌথবাহিনীর অভিযানে গাঁজা সহ গ্রেফতার-৩

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধিঃ

শ্যামনগরে যৌথবাহিনীর অভিযানে গাঁজা সহ গ্রেফতার-৩

শ্যামনগরে যৌথবাহিনীর অভিযানে গাঁজা সহ গ্রেফতারকৃত তিন জন।

শ্যামনগরে যৌথবাহিনীর অভিযানে গাঁজা সহ গ্রেফতার-৩

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কৈখালী সীমান্তে যৌথবাহিনী অভিযান চালিয়ে নগদ টাকা, গাঁজা সহ গ্রেফতার করেছে একই পরিবারের দুই মহিলা ও এক জন পুরুষকে।

এছাড়া একটি ইয়ামা মোটরসাইকেল ও দুইটি মোবাইলফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মধ্যরাত থেকে শুক্রবার(১৮ এপ্রিল) সকাল পর্যন্ত উপজেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৈখালী ইউপির শৈলখালী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তবে একজন পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে আটককৃতদের সেনাক্যাম্পে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সন্ধ্যায় সেনাবাহিনী কর্তৃক শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন কৈখালী গ্রামের আব্দুর রশিদ গাজীর ছেলে লোকমান হোসেন(৩৫), আব্দুল জব্বারের স্ত্রী নূরজাহান বিবি(৩৫) ও আব্দুল জব্বারের কন্যা সোনালী আক্তার(১৮)।

যৌথবাহিনীর অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি শ্যামনগর থানা পুলিশের একটি দল অংশ গ্রহণ করেন।

শ্যামনগর থানা পুলিশ সুত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী কৈখালী ইউপির শৈলখালী এলাকায় জব্বারের বাড়ীতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেন। এ সময় তাদের বসত ঘর থেকে ২ কেজি ৯ শত গ্রাম গাঁজা, নগদ ১ লক্ষ ৮৯ হাজার ৪ শত টাকা, একটি ইয়ামা মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় বাড়ীর মালিক জব্বার পালিয়ে যেতে সক্ষম হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় মাদকদ্রব্য আইনে শ্যামনগর থানায় মামলা হয়েছে। যৌথবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।

পাঠক প্রিয়,

আপনিও আবাসননিউজ২৪.কম-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ abasonnewsfeature@gmail.com