
পশ্চিম সুন্দরবনে বিরল প্রজাতির কচ্ছপ অবমুক্ত
পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কৈখালী বন স্টেশন কর্তৃক সুন্দরবনের চুনকুড়ি নদীতে একটি বিরল প্রজাতির কচ্ছপ অবমুক্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১০টার দিকে বন বিভাগের তত্ত্বাবধানে কচ্ছপটি অবমুক্ত করা হয়। উদ্ধারকৃত কচ্ছপটির ওজন প্রায় ৩০ কেজি।
কৈখালী বন স্টেশনের স্টেশন অফিসার টি. এম. সুলতান জানান, একটি সংঘবদ্ধ পাচারকারী চক্র কচ্ছপটি সুন্দরবন এলাকা থেকে ধরে লোকালয়ে পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের একটি টহল দল অভিযান চালিয়ে পূর্ব কৈখালী গ্রামের মান্নান নামে এক ব্যক্তির বাড়ির পুকুর থেকে কচ্ছপটি উদ্ধার করেন। উদ্ধারের পর কচ্ছপটিকে তার স্বাভাবিক পরিবেশে ফেরত পাঠাতে চুনকুড়ি নদীতে অবমুক্ত করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পাচারকারীকে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বন কর্মকর্তারা।

বন বিভাগ সুত্রে প্রকাশ, উদ্ধার হওয়া কচ্ছপটি একটি বিপন্ন ও গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অবৈধভাবে বন্যপ্রাণী সংগ্রহ ও পাচার দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
ছবি- পশ্চিম সুন্দরবনে উদ্ধারকৃত কচ্ছপ