
রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ উভয় সংকটেঃ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন
রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ বর্তমানে একটি জটিল ও উভয় সংকটে রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
শুক্রবার (১৮ এপ্রিল) ফরেন সার্ভিস দিবস উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

তৌহিদ হোসেন বলেন, “রোহিঙ্গা সংকটের বড় প্রতিবন্ধকতা হচ্ছে আরাকান আর্মি। এ বিদ্রোহী গোষ্ঠীটি রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক স্বীকৃত কোনো সংগঠন নয়। ফলে তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনায় যাওয়া সম্ভব হচ্ছে না। তবে একইসঙ্গে তাদের উপেক্ষাও করা যাচ্ছে না।”
তিনি আরও বলেন, “জাতীয় স্বার্থে অরাষ্ট্রীয় সংগঠনের সঙ্গেও আলোচনায় বসা যেতে পারে। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।”
যুক্তরাষ্ট্র ও ভারতের প্রসঙ্গেও বক্তব্য
অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা জানান, সম্প্রতি বাংলাদেশ সফররত দুই মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ট্যারিফ ইস্যুতে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

ভারতের মুর্শিদাবাদে সম্প্রতি ঘটে যাওয়া দাঙ্গার বিষয়ে বাংলাদেশকে জড়িয়ে যে অভিযোগ তোলা হয়েছে, তা নিয়ে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে লিখিতভাবে প্রতিবাদ জানানো হয়েছে বলেও তিনি জানান।
এর আগে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে বলেন, “মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যেকোনো প্রচেষ্টা বাংলাদেশ সরকার দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে।”
তিনি আরও জানান, “ভারতে মুসলিম সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।”
ফরেন সার্ভিস দিবসের প্রেক্ষাপট
১৮ এপ্রিল ফরেন সার্ভিস দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ১৯৭১ সালের এই দিনে সাবেক রাষ্ট্রদূত হোসেন আলীর নেতৃত্বে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ মিশনের যাত্রা শুরুর বিষয়টিও তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন